ঢাকা,সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

কুতুবদিয়ায় আলী আকবর ডেইল ইউপির উপ-নির্বাচনে সদস্য পদপ্রার্থীরা মাঠে তৎপর

মো: আবু আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া ::

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পরই আসন্ন উপ-নির্বাচন নিয়ে এখন কক্সবাজার কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের ২নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। আলী আকবর ডেইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোট ভোটার ১,৬২৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮৫৮ জন ও নারী ভোটার ৭৭১ জন। উপজেলা নির্বাচন অফিস সূত্রমতে, আগামী ২৮শে ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)  উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পাঁচ প্রার্থীই এখন ভোটারদের দ্বারে দ্বারে দোয়া ও ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। হকদার পাড়া,  নাছিয়ার পাড়া, পন্ডিত পাড়া, তেলিপাড়া সবত্রই চলছে প্রচার-প্রচারনা। তবে সবাই দেখছেন জয়লাভের স্বপ্ন। সচেতনা ভোটার মৌলানা শামসু আলম জানান, যে প্রার্থী সৎ, চরিত্রবান ও জনগণের কল্যানে কাজ করবেন এমন প্রার্থীকেই তারা ভোট দিবেন।

উল্লেখ্য,  গত ১৮ ডিসেম্বর ১৮ ইং ২নং ওয়ার্ডের পরপর দুইবারের নির্বাচিত ইউপির সদস্য মোঃ আকতার আলম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলে নির্বাচন কমিশন এ ২নং ওয়ার্ডকে শূন্য ঘোষনা করেন।

এ উপ-নির্বাচনে প্রার্থীরা হলেন- সাবেক ইউপির সদস্য মৃত আকতার আলম এর স্ত্রী মোছাৎ রোজিনা আক্তার, আ’লীগের ওয়ার্ড সভাপতি আফজল আহমদ, আ’লীগ নেতা এনামুল হক, সাবেক ছাত্রনেতা ছৈয়দ মোজাম্মেল হক ও নুরুল আলম।

পাঠকের মতামত: