ঢাকা,বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫

কুতুবদিয়ার ৬টি ইউনিয়ন পরিষদের ভোট ২০ সেপ্টেম্বর

আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া :: করোনা মহামারির কারণে স্থগিত হওয়া কুতুবদিয়ার ৬টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ ৬টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোট ৩৩ জন। সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ৭৬ জন এবং সাধারণ সদস্য প্রার্থী রয়েছে ২২৩ জন। মোট ৩৩২ প্রার্থী।

এব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামশেদুল ইসলাম সিকদার বলেন, নির্বাচন গ্রহণে প্রায় সকল প্রস্তুতি আগেই সম্পন্ন ছিল, তবে এখনো লিখিত চিঠি আসেনি বলে তিনি জানান।

উল্লেখ, গত ১১ এপ্রিল এবং ২১ জুন উপজেলার ৬টি ইউনিয়নে ভোট গ্রহণের তারিখ ছিল। করোনা কারণে স্থগিত করা হয়। গত ২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বৈঠকের পর স্থগিত হওয়া নির্বাচন ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবার সিদ্ধান্ত নিয়েছে বলে নিবার্চন অফিস সূত্রে জানা যায় ।

পাঠকের মতামত: