ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় ইয়াবাসহ এক যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া :: কুতুবদিয়ায় ইয়াবাসহ এক যুবককে আটক করেছে কুতুবদিয়া থানা পুলিশ। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করে।

আটক মোঃ ইসমাইল (২১) উত্তর ধুরুং এলাকার ৭ নং ওয়ার্ডের মিয়ার রমিজ আহমদের ছেলে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানায় সদ্য যোগদানকৃত ওসি শফিকুল আলম চৌধুরী নিদের্শে এস আই সন্জয় সিকদার এএসআই আনোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে ফুডারপাড়া ঝাউবন এলাকায় অভিযান চালায়। এ সময় ২৫ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কুতুবদিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শফিকুল আলম চৌধুরী জানান, মাদক ব্যবসায়ী যতই শক্তিশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে।

কুতুবদিয়াবাসিকে একটি মেসেজ দিতে চাই- সন্ত্রাসী, মাদক কারবারি, ডাকাত, জলদস্যুদের আটক করতে মাননীয় পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন  নির্দেশে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবো। এতে কুতুবদিয়ার সকল মানুষের সহযোগিতা কামনা করছি।

পাঠকের মতামত: