ঢাকা,শনিবার, ২ নভেম্বর ২০২৪

কিয়ামতের আগ পর্যন্ত আওয়ামীলীগ আর ক্ষমতায় আসবেনা -জমায়াত আমীর শাহাজাহান চৌধুরী 

আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি ::  চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামীলীগ কেয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে আর ক্ষমতায় আসবেনা।  শুক্রবার ১ নভেন্বর সকাল ৮ টায়  চকরিয়া  উপজেলার কোরকবিদ্যাপিঠ মাঠে চকরিয়া পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা  বাংলাদেশ জামায়াত ইসলামীর  উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনের সভায়  প্রধান আলোচকের  বক্তব্যে তিনি এ কথা বলেছেন।   কাউয়া কাদের বলেছিল আমরা পালাবনা, দরকার হলে মীর্জা ফখরুলে বাসায় উঠব।  আমি বলি আপনাদের নেত্রী  ভারত পালিয়েছেন,ওবায়দুল কাদের সাহেব আপনি চকরিয়াতে আসেন আপনাকে চকরিয়া পেকুয়া থেকে আগামীর  জাতিয় নির্বাচনে জমায়াতের মনোনীত  সংসদ পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের বাসা স্থান দেব। আপানদের  তিনশতের মত  বড় বড় নেতা ও এমপি পালিয়েছে। গত ৫৩ বছরে মধ্যে   জায়গাতে আটক  স্কুল, কলেজে  ভালভাবে কাজ ও লেখা পড়া করতে দেয়নি জঙ্গি, সন্ত্রাসী, তালেবান  বলেছেন। তিনি আরো বলেন ২ লাখ কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনা এ  টাকা ডক্টর ইউনুছ সাহেব  যদি ফেরত আনতে পারে বাংলাদেশের  চার বছরের বাজেটের সমান হবে ।
আওয়ামী  ফ্যাসিস  সরকারকে পতন করতে  ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে  হাজার হাজার   ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে। শহীদ হয়েছে ছাত্র জনতা।
জামায়াতে ইসলামীকে কেউ স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে প্রমাণ করতে পারেনি, বরং উল্টো স্বৈরাচার হাসিনা ও তার দল আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী শক্তি প্রমাণিত হয়েছে । যে কারণে শেখ হাসিনাসহ তাদের অন্তত তিন শতাধিক এমপি-মন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে । প্রাকৃতিক সম্পদশালী বাংলাদেশকে ইসলাম বিরোধী ও আওয়ামী লীগ ধ্বংস করেছে । তারা সালমান এফ রহমান নামে দরবেশ বাবার মাধ্যমে দেশের অধিকাংশ ব্যাংককে দেউলিয়া করেছে । তিনি আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান হলো অধ্যাপক গোলাম আজম । দুই লাখ কোটি টাকা শেখ হাসিনা নিজেই বিভিন্ন দেশে পাচার করেছে । চট্টগ্রামের মামা-ভাগিনা এস আলমের মাসুদ ও আক্তারুজ্জামান বাবুরা ব্যাংক ডাকাতি শিখিয়েছে । বাংলাদেশ থেকে প্রাচারকৃত টাকা গুলো যদি ফেরত আনতে পারলে অন্তত চার বছরের বাজেটের সমান টাকা হবে ।
কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল ফারুক, জেলা সহকারী সেক্রেটারী জাহেদুল ইসলাম, জেলা যুব ও ক্রিড়া সম্পাদক হেদায়েত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আক্তার আহমদ, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব। চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও পৌরসভা জামায়াতের সেক্রেটারী মাওলানা কুতুবউদ্দিন হেলালির পরিচালনায় কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন , চকরিয়া পৌরসভার আমীর আরিফুল কবির, উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর ছাবের আহমেদ ফারুকী, উপজেলা দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, মাতামুহুরি সাংগঠনিক থানা আমীর মাওলানা ফরিদুল আলম, চকরিয়া উপজেলা সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিম, মাতামুহুরি থানার সেক্রেটারী হোসনে মোবারক, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান।
। কর্মী সম্মেলন বিশাল সমাবেশে রূপ নেয়। এ আগে মাঠ কানায় কানায় ভরপুর হয়ে যায়।###

পাঠকের মতামত: