ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কিশলয় ৯৪ ব্যাচের মিজানের ইন্তেকাল, আজ বাদ এশার জানাযা

সেলিম উদ্দীন, ঈদগাঁও :: চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের ৯৪ ব্যাচের ছাত্র ও উপজেলা যুবদলের সাবেক সহআইন বিষয়ক সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বৃহষ্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১২ টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।
আলহাজ্ব মিজানুর রহমান ইউনিয়নের ৩ নং ওয়ার্ড হাজী পাড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আবদু শুক্কুরের বড় পুত্র।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুল আউয়াল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মিজান কক্সবাজার থেকে বাড়ি ফেরার পথে হাজীপাড়া ষ্টেশনে সিএনজি থেকে নেমে মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ির দিকে যাচ্ছিলেন। কথা বলার একপর্যায়ে মাটিতে ঢলে পড়েন।
পরিবারের লোকজন দ্রুত তাকে খুটাখালী হাসপাতালে ও পরে ঈদগাঁও মেডিকেল সেন্টারে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
বৃহস্পতিবার বাদে এশা তার নামাজে জানাযা কিশলয় স্কুল মাঠে অনুষ্টিত হবে বলে তার পরিবার সুত্রে জানা গেছে।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান ও কিশলয় ৯৪ ব্যাচ প্রাক্তন সহপার্টি সংসদের নেতৃবৃন্দরা।

পাঠকের মতামত: