ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল

কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজার জেলার নারী শিক্ষার পৃথিকৃত স্বনামধন্য বিদ্যাপীঠ, চৌধুরী মুহাম্মদ তৈয়ব কর্তৃক প্রতিষ্ঠিত খুটাখালী কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় আবাসিক/অনাবাসিক এ (২০১৯ শিক্ষাবর্ষের) ৬ষ্ট থেকে নবম শ্রেণীর ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহষ্পতিবার (১০ জানুয়ারী) সকাল ১০ টায় যথারীতি পরীক্ষা শুরু হয়ে দুপুর বারটা নাগাদ শেষ করা হয়। ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থী। বিদ্যালয়ের কর্মরত শিক্ষক, ভর্তি কমিটি ও স্কুল ম্যানেজিং কমিটির সমন্বয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সার্বিক তত্বাবধায়ক সহকারী প্রধান শিক্ষক এসএম জাহাঙ্গীর।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরির্দশন করেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ছৈয়দ করিম, ইউনিয়ন আ’লীগ যুগ্ন সাধারন সম্পাদক সাঈদ মু. শাহজালাল, পোকখালী যুবলীগ যুগ্ন আহবায়ক জামাল উদ্দীন ও সাংবাদিক সেলিম উদ্দীনসহ এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ।

ভর্তি পরীক্ষার আহবায়ক সিনিয়র শিক্ষক ঈদি আমিন চৌধুরী, সদস্য আকবর হোছাইন খোকন ও সিদুল কান্তি শর্মা দায়িত্ব পালন করেন। স্কুলের মোট আসন প্রায় ১৫০টি। তৎমধ্যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে বলে পরীক্ষা কমিটি নিশ্চিত করেন।

ভর্তি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে সহকারী প্রধান শিক্ষক এসএম জাহাঙ্গীর জানান, স্কুলের পড়াশোনা অত্যন্ত ভাল, সুন্দর মনোরম পরিবেশে পাঠদান তেমনি ভালো। খরচ নিতান্তই কম, তাই এ স্কুলে প্রতিযোগিতা অনেকটা বেশি। মুলত স্বচ্ছ পরীক্ষা পদ্ধতির মাধ্যমে মেধার ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।

এদিন বিকেলে পরীক্ষার সঙ্গে যুক্ত পরীক্ষা কমিটি পরীক্ষা শেষে উত্তরপত্র মূল্যায়ন করেন এবং উত্তরপত্র যাচাই শেষে ফলাফল প্রকাশ করা হয়।

মাধ্যমিক শাখার ফলাফল আসন নং অনুসারে নি¤œরুপ:

ষষ্ঠ শ্রেণী:  ৯১, ৮৯, ৯২, ৭৭, ৬১, ৬৩, ৬৪, ৬৬, ৬৫, ৬৭, ৬৮, ৬৯, ৭০, ৭১, ৭২, ৭৪, ৭৫, ৭৬, ৭৮, ৭৯, ৮০, ৮১, ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৮, ৯৩, ৯৪, ৬২(ক), ৯৫, ০২, ০৪, ০৫, ১০, ১১, ১৩, ১৪, ১৫, ১৭(ক), ১৭(খ), ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৬০, ৫৭, ৫৫, ৫৩, ৫৪, ৪৭, ৫২, ৫১, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৪০, ৪২, ৪৪, ৪১, ৪৬, ৪৩, ৫০, ৫৮, ৫৯ = ৭৭ জন।

সপ্তম শ্রেণী:  ০৪, ১৭, ০৯, ২৩, ০২, ০৮, ১২, ১৩, ২০(ক), ২২, ১৯, ০৭, ২৪, ২০(খ) = ১৪ জন।

অষ্টম শ্রেণী:  ০২, ০১, ০৮, ০৩, ০৫, ০৭, ১০, ০৯, ১১, ১২, ২২, ২০, ১৭, ১৫, ১৯, ১৪, ২১ = ১৭ জন।

নবম শ্রেণী:  ৩২, ৩৬, ০৯, ২১, ৩০, ২৯, ২৪, ২৬, ০৪, ৩৮, ০৫, ০৭, ১২, ১১, ১৪, ১৬, ১৮, ১৯, ২০, ২২, ২৩, ২৫, ২৭, ২৮, ৩৫, ৩৪, ৩৭ = ২৭ জন।

অপরদিকে প্রাথমিক শাখা মিলেনিয়াম স্কলার্স এর ফলাফল রোল নং অনুসারে নিম্নরুপ

প্লে: রোল নং :  ১২, ২৫, ৩৪, ১৫, ১৪, ১১, ০৬, ৩৭, ০১, ০২, ০৪, ০৫, ০৬, ৪৯, ১৩, ৪৫, ৫০, ৫৩, ৫৪, ৫৫, ১৯,৩৫, ৩৬, ৪৪, ৫৯, ৬০। মোট ২৬ জন।

কেজি: রোল নং :  ১৬, ২৩, ২৭, ৩১, ৪০, ৪৪, ৫৮ মোট ৭ জন।

প্রথম শ্রেণী: রোল নং : ০৩, ২২, ২৪, ৩২, ৩৮, ৪৬, ৫৭, ৪৩ মোট ৮ জন।

দ্বিতীয় শ্রেণী : রোল নং: ১৭, ২০, ২৩, ২৬, ১৮, ৩৯, ৫১, ৫২, ৫৬ মোট ৯ জন।

তৃতীয় শ্রেণী: রোল নং : ০১, ১৮, ২৯, ৪৭, ৫০, ২১২ মোট ৬ জন।

চতুর্থ শ্রেণী:  রোল নং : ৩০, ৪৮, ২০২ মোট ৩ জন।

পঞ্চম শ্রেণী:  রোল নং : ০৯, ১০, ৪১, ৪২, ২০৩, ২০৪ মোট ৬ জন।

উল্লেখ্য আগামী ১৫/০১/২০১৯ ইং তারিখের মধ্যে ভর্তিচ্ছু সকলকে যাবতীয় কাগজপত্রাদিসহ বিদ্যালয়ে অফিস চলাকালীন সময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পাঠকের মতামত: