ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

কাশ্মীর কখনোই ভারতের অংশ ছিল না : কাশ্মীরি নেতারা

ওমর শাহ : জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বক্তব্যের প্রেক্ষিতে কাশ্মীরের হুরিয়াত নেতা আলী গিলানী বলেছেন, ভারত কখনোই ভারতের অংশ ছিল না। সুষমা স্বরাজের বক্তব্য বাস্তবতা পরিপন্থী।
হুরিয়াতের অপর এক নেতা মীর ওয়ায়েজ ওমর ফারুক বলেন, জম্মু কাশ্মীর অতীতেও ভারতের অংশ ছিল না ভবিষতেও থাকবে না। কাশ্মীর একটি বিতর্কিত এলাকা। এ এলাকার ভবিষ্যত নির্ধারণ হওয়া এখনো বাকি আছে।
অপরদিকে এপিএইচসি এর সাধারণ সেক্রেটারি শিব্বির আহমদ শাহ বলেন, জাতিসংঘের মতো অন্যান্য প্রতিষ্ঠানেও ভারত মিথ্যাচার করেছে। মিথ্যা বক্তৃতা দিয়ে ভারত বিশ্বকে বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে।
সূত্র : ডননিউজ উর্দু

পাঠকের মতামত: