ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

কালো অজগরটি চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত

মো. সাইফুল ইসলাম খোকন, চকরিয়া ::   কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রিংভং বনবিট থেকে ২৫ কেজি ওজনের কালো রংয়ের ১২ ফুট লম্বা অজগর সাপটি ডুলাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। আজ শনিবার ওই সাপটিকে ওই বনবিটের বন প্রহরীরা উদ্ধার করে সাফারী পার্কের বিট কর্মকর্তার কাছে দেয়া হয়।আজ ১৫জুন, শনিবার সকালে পার্কের কর্মকর্তা-কর্মচারীরা অজগর সাপটি পার্কের বেস্টনিতে অবমুক্ত করেন।

সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজাহারুল ইসলাম চৌধুরী স্থানীয় সাংবাদিকদেরকে বিষয়টি অবগত করেছেন। তিনি জানান, রিংভং বনবিটের গভীর জঙ্গলের ভিতরে পাওয়া কালো অজগরটি বিরল প্রজাতির বলে তিনি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: