ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

কারাগারে স্বামী, ব্যাডমিন্টনে ভোট চাইতে ভোটারদের দুয়ারে কাউন্সিলর স্ত্রী

নিজস্ব প্রতিবেদক :: মামলার আসামি হয়ে কারাগারে রয়েছেন ২৮ নং পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদের। তবে বসে নেই তার স্ত্রী নুসরাত জাহান। স্বামীর জন্য ভোট চাইতে ভোটারদের দুয়ারে যাচ্ছেন তিনি নিজেই। ব্যাডমিন্টনে ভোট দিতে গণসংযোগ করছেন কাউন্সিলর প্রার্থীর এ সহধর্মিণী। এলাকায় চলমান উন্নয়ন অব্যাহত রাখতে স্বামীর পক্ষে ভোট প্রত্যাশা করছেন একা নিজেই।

শনিবার (২৩ জানুয়ারি) ৩য় দিনের মত প্রচারে নামেন নুসরাত জাহান। এসময় ভোটাররাও স্বতঃস্ফূর্তভাবে নুসরাতকে গ্রহণ করে নেন। মোগলটুলী কাটা বট গাছ মোড় থেকে শুরু করে ওয়ার্ড অফিস বাই লেইন মগপুকুর পাড় হয়ে দাম্মাহ পুকুর পাড় শেষে প্রফেসর লেইনে শেষ করেন প্রচারণা।

এসময় তিনি বলেন, এলাকার চলমান উন্নয়ন অব্যাহত রাখতে ব্যাডমিন্টন মার্কা ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিন। তিনি আরও বলেন, ব্যাডমিন্টনের জয় নিশ্চিত দেখে নির্বাচনের মাঠ থেকে আবদুল কাদেরকে দূরে রাখতে একটি মহল চক্রান্ত করে মিথ্যা মামলায় আমার স্বামীকে জড়িয়েছেন। তাই ভোটারদের ২৭ তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে জয়ের মাধ্যমে স্বামীর মুক্তির দাবিও করেন তিনি।

পাঠকের মতামত: