ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে খরুলিয়ার প্রবাসীর মৃত্যু

শাহীন মাহমুদ রাসেল ::  সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সৌদি আরবের সময় অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে জানিয়েছেন ওই ব্যক্তির ভাতিজা মো: ফয়সাল।

করোনায় আক্রান্ত হয়ে মৃত সৌদি প্রবাসী ওই ব্যক্তির নাম হাজী আমান উল্লাহ (৪৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া বাজারপাড়া এলাকার মৃহ সুলতান আহাম্মদের ছেলে। তার বড় ভাই ছৈয়দ নূর সওদাগরের ছেলে মো: ফয়সাল শুক্রবার বিকেলে এ খবর জানিয়েছেন।

পরিবার থেকে জানা গেছে, আমান উল্লাহ মক্কা কুনকারিয়ার একটি মার্কেটের বিভিন্ন দোকানে চাকরি করতো। গত ২৯ মার্চ তিনি হার্টের সমস্যা, সর্দি-কাশি-জ্বর নিয়ে সৌদি আরবের মক্কার একটি হাসপাতালে ভর্তি হন। তিনদিন পর করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে সৌদি সরকার তাকে হাসপাতালে আইসোলেশনে রাখে। এ অবস্থায় পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাঠকের মতামত: