সোয়েব সাঈদ, রামু ::
কক্সবাজার-রামুর অবিসংবাদিত নেতা, সাড়াজাগানো পার্লামেন্টারিয়ান সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমলের মনোনয়ন নিয়ে ষড়যন্ত্র ও বহিরাগত এক নেতাকে এ আসনে মনোনয়ন দেয়ার খবরে ক্ষোভে ফেটে পড়েছে কক্সবাজার-রামুবাসী।
রবিবার সকাল থেকে এ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়লে দুপুরের পর থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রামুর বিভিন্ন সড়কে নেমে বিক্ষোভ করে। বিকাল ৪টায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় শহীদ মিনার চত্বর থেকে হাজার হাজার জনতা বিক্ষোভ মিছিল বের করে। এসময় বিক্ষুব্দ জনতা “কমল ছাড়া কাউকে মানি না, মানব না” বলে শ্লোগান দেয়। মুহুর্তেই মিছিলে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও আশপাশের হাজার হাজার জনতা যোগ দিতে শুরু করে। এক পর্যায়ে তা বিশাল আকারে রুপ নেয়।
মিছিল শেষে চৌমুহনী ষ্টেশনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম। তিনি বলেন, কক্সবাজার-রামুবাসী আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল ছাড়া কোন বহিরাগত নেতাকে এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে মেনে নেবে না। সাইমুম সরওয়ার কমল এখানকার মানুষের জন্য যেসব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছেন। তার প্রতিদান ব্যালটের মাধ্যমে দেয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। কেউ কমলের চাষ করা ফসল নিয়ে যাবে তা হতে পারে না। মানুষ কখনো এ সিদ্ধান্ত মানবে না। মানুষের দাবি উপেক্ষা করে যদি বহিরাগত বা মহাজোটের শরীক দলের কাউকে এখানে মনোনয়ন দেয়া হলে মানুষ তাদের প্রত্যাখান করবে। এমনকি কমলের মনোনয়ন নিয়ে এ ষড়যন্ত্রের প্রতিবাদে প্রয়োজনে হরতালের মতো কঠিন কর্মসূচিও ঘোষনা করা হবে।
সমাবেশে বক্তারা বলেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে এ জনপদের পরীক্ষিত নেতা আলহাজ¦ সাইমুম সরওয়ার কমলের মনোনয়ন আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা অনেক আগে থেকে নিশ্চিত করেছেন। কিন্তু কিছু কূচক্রী মহল কমলের এ সাফল্যে ইর্ষান্বিত হয়ে মনোনয়ন নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। কমলের নেতৃত্বে কক্সবাজার সদর-রামুতে উন্নয়নের নব দিগন্ত সূচিত হয়েছে। তিনি এমপি হওয়ার আগেও মানুষের সেবা করেছেন, এমপি হওয়ার পরও মানুষের জন্য নিজেকে অকাতরে বিলিয়ে দিয়েছেন। তাই কক্সবাজার-রামু আসনে নৌকার জয় সুনিশ্চিত করতে হলে কমলকেই মনোনয়ন দিতে হবে।
বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, কক্সবাজার জেলা পরিষদ সদস্য শামসুল আলম চেয়ারম্যান ও নুরুল হক কোম্পানী, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক প্রমূখ।
ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক আজিজের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান, আওয়ামীলীগ নেতা মাস্টার ফরিদ আহমদ, আওয়ামীলীগ নেতা সৈয়দ মো. আবদু শুক্কুর, কক্সবাজার জেলা তাঁতীলীগের সহ সভাপতি আনছারুল হক ভূট্টো, যুবলীগ নেতা আবছার কামাল সিকদার, পলক বড়–য়া আপ্পু, নবীউল হক আরকান ও ওসমান গনি, সাংসদ কমলের ব্যক্তিগত সহকারি ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সভাপতি শফিকুল আলম কাজল, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মিজানুল হক রাজা, সাধারণ সম্পাদক রাশেদুল হক বাবু, উপজেলা তাঁতীলীগ সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, উপজেলা মৎস্যজীবিলীগ সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক সুজস বড়–য়া টাপু, খুনিয়াপালং ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুল্লাহ বিদ্যুৎ মেম্বার, কচ্ছপিয়া যুবলীগ সভাপতি নজরুল ইসলাম মেম্বার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সোহেল সিকদার, যুবলীগ নেতা এম সেলিম, দক্ষিণ মিঠাছড়ি যুবলীগ সাধারণ সম্পাদক নুরুল করিম পুতু, চাকমারকুল যুবলীগ আহবায়ক ছৈয়দ নুর মেম্বার, যুগ্ন আহবায়ক আবু বক্কর মেম্বার ও রহিম উল্লাহ মেম্বার, গর্জনিয়া যুবলীগ সভাপতি হাফেজ আহমদ, কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক মনজুর আলম সোহেল, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, মোহাম্মদ নোমান, হেলাল সিকদার, তছলিম উদ্দিন সোহেল, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি একরামুল হাসান ইয়াছিন, ফতেখাঁরকুল ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. ফরিদ, জসিম উদ্দিন, দিলীপ কুমার মহাজন, আবদু শুক্কুর, খুনিয়াপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোহাম্মদুল হক মান্না, শ্রমিকলীগ নেতা ফয়েজ আলম ড্রাইভার প্রমূখ।
সমাবেশে সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমলের মনোনয়ন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে রামু উপজেলার ১১ ইউনিয়নে সোমবার (২৬ নভেম্বর) বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষনা দেয়া হয়।
প্রকাশ:
২০১৮-১১-২৫ ১৪:০৮:৩৯
আপডেট:২০১৮-১১-২৫ ১৪:০৮:৩৯
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- চকরিয়ায় রেল স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা
- চকরিয়ায় অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক সামগ্রীর দুই দোকান পুড়ে ছাই,
- চকরিয়ায় মহাসড়কে ব্যাটারি চালিত থ্রি হুইলার গাড়ি চলাচল বন্ধে হাইওয়ে পুলিশের ক্যাম্পেইন
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- নাইক্ষ্যংছড়িতে হতদরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- কক্সবাজার প্রেসক্লাবকে বৈষম্য মুক্ত করতেই হবে
- চকরিয়ায় মাটির টপ সয়েল কেটে বিক্রি : অভিযানে স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ
- চকরিয়ার বদরখালীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ
- ফুলছড়িতে ৪৬ টুকরো গর্জন কাঠ ভর্তিগাড়ী জব্দ আটক-১
- চকরিয়ায় আ. লীগ নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- রামুতে বিদ্যুৎ অফিসের দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরীর শাস্তির দাবিতে মানববন্ধন
- ঈদগাঁওতে অনলাইন প্রেস ক্লাবের অভিষেক ও প্রীতিভোজ অনুষ্টান
- চকরিয়ায় রাতের আধারে গরীব মানুষের ঘরের দরজায় গিয়ে শীতের কম্বল দিয়েছেন ইউএনও
- চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বার্ষিক পুনর্মিলনী ও অভিষেক
- চকরিয়ার ডুলাহাজারা সাফারী পার্কে হাতি শাবকের ঠাঁই হলো
- চকরিয়ায় মাটির টপ সয়েল কেটে বিক্রি : অভিযানে স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- চকরিয়ায় পুলিশের জালে দুই ডাকাত, অস্ত্র-গুলি উদ্ধার
- ফুলছড়িতে ৪৬ টুকরো গর্জন কাঠ ভর্তিগাড়ী জব্দ আটক-১
পাঠকের মতামত: