ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

কক্সবাজার-২ সাবেক এমপি হামিদ আযাদ করোনা আক্রান্ত

ইমাম খাইর, কক্সবাজার ::  কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ করোনা আক্রান্ত হয়েছেন।

রবিবার (১৫ নভেম্বর) তার করোনা শনাক্ত হয়। এরপর থেকে ইবনে সিনা হাসপাতালের ঢাকার একটি শাখায় ভর্তি আছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন হামিদ আযাদের সহধর্মীনি জেবুন্নেছা চৌধুরী।

তিনি জানান, চার/পাঁচ দিন আগে এএইচএম হামিদুর রহমান আযাদ গলাব্যথা ও কাশি অনুভব করলে হাসপাতালে গিয়ে নমুনা জমা দেন। ফলাফলে করোনা ‘পজিটিভ’ আসে। তবে শারীরিক কন্ডিশন ততটা খারাপ নয়। তবু চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জেবুন্নেছা চৌধুরী জানান, পিতার করোনা ধরা পড়ার পর মেয়ে ভিকারুন্নেছা নুন স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী সুরাইয়া রহমান ইরিনও করোনা পরীক্ষার জন্য স্যাম্পল জমা দেন। ফলাফলে তারও করোনা রিপোর্ট ‘পজিটিভ’ হয়েছে।

বাবা-মেয়ের সুস্থতার জন্য সবার নিকট দোয়া চেয়েছেন এএইচএম হামিদুর রহমান আযাদের সহধর্মীনি জেবুন্নেছা চৌধুরী।

পাঠকের মতামত: