ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার সদর উপজেলায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডুলাহাজারা

চকরিয়া প্রতিনিধি :;:
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে অনুষ্ঠিতব্য গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ডুলাহাজারা রাইজিং স্টার ক্লাব। শনিবার (২৯ জুন) বিকেলে সদর উপজেলার মধ্যম নাপিতখালী মাঠে ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়।
খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে উভয় পক্ষের সমতা ঘটে। পরে ট্রাইব্রেকারে কৈলাশের ঘোনা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডুলাহাজারা রাইজিং স্টার ক্লাব। খেলা শেষে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধক কক্সবাজার সদর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু’র উপস্থিতিতে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ।

এসময় প্রধান মেহমানের আসনে ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অছিয়র রহমান। বিজয়ী ফুটবল দলের পরিচালক নগর দে, জাহাঙ্গীর হোসাইন মজুমদার ও ইসহাক মাহমুদ বলেন ‘আমাদের এ জয়ের পেছনে রয়েছে সৃষ্টিকর্তার রহমত। ডুলাহাজারাবাসীর উৎসাহ-উদ্ধীপনায় আমরা এতটুকু আসতে পেরেছি। এ বিজয় তাদেরই অবদান। আজ আমরা একটি শক্তিশালী দলকে হারিয়ে বিজয়ের গৌরব অর্জন করেছি। চ্যাম্পিয়ন হওয়ার এ অর্জন আমরা ডুলাহাজারাবাসীকে অর্পণ করলাম।’
টুর্নামেন্ট পরিচালনায় রেফারির দায়িত্বে ছিলেন সময়ের কৃতিকর ফুটবলার ছৈয়দ করিম, সহযোগী রেফারি ছিলেন মোহাম্মদ আলী ও এরফানুল হক। ইসলামপুর খেলোয়াড় কল্যান সমিতির আয়োজনে শ্বাসরুদ্ধকর এ ফাইনাল ম্যাচটি উপভোগ করতে হাজার হাজার দর্শকের ছিল টানটান উত্তেজনা।

পাঠকের মতামত: