শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ::
কক্সবাজার শহরের ঝাউতলাস্থ সালেহ নূর গেস্ট হাউসে অভিযান চালিয়ে ২০হাজার পিস ইয়াবা সহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। ৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুর আড়াই টায় মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে এ অভিযান চালায়। আটককৃতরা হলো- মোঃ তানভির হোসেন (২১), মোঃ ইউসুফ (২০) ও মোঃ জাকির হোসেন (২৭)। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৮০ লাখ টাকা।
র্যাব-৭, সিপিসি-২, কক্সবাজার কোম্পানী কমান্ডার উপ-পরিচালক মেজর মোঃ রুহুল আমিন বলেন, র্যাব-৭ কক্সবাজার ক্যাম্প এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের ঝাউতলা সালেহ নূর গেস্ট হাউসে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কালে মোঃ তানভির হোসেন (২১), পিতা-মোঃ হোসেন, গ্রাম-মোহনভিলা, থানা-কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার, মোঃ ইউসুফ (২০), পিতা-মোঃ হোসেন, গ্রাম-ক্ষয়রাতিপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, মোঃ জাকির হোসেন (২৭), পিতা-মৃত নুরুল আলম, গ্রাম- হলবুনিয়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা। পরে উদ্ধারকৃত ইয়াবা সহ আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, অভিযোগ রয়েছে শহরের প্রধান সড়কস্থ সালেহ নূর গেষ্ট হাউসে দীর্ঘদিন ধরে ইয়াবা লেনদেন হয়ে আসছিল। উক্ত গেষ্ট হাউসের মালিক ঈদগাঁও ভূমি অফিসের পিয়ন ছৈয়দ নুর বলে জানা গেছে। আটককৃত মোঃ তানভির হোসেন ওই ছৈয়দ নুরের নিকটতম আত্মীয়। তার মধ্যেমে দীর্ঘদিন ধরে সালেহ নূর গেষ্ট হাউসে ইয়াবা কেনাবেচা চলে। টেকনাফের নুর মোহাম্মদই ওই ২০হাজার পিস ইয়াবা সরবরাহকারী বলে জানা যায়।
পাঠকের মতামত: