ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজার জেলা প্রশাসনের ভুমি অধিগ্রহণ (এলএ অফিস) শাখা থেকে একটি জালিয়াত সিন্ডিকেট কর্তৃক রেল প্রকল্পের অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ বাবদ প্রায় ১১ কোটি টাকা কৌশলে হাতিয়ে নেয়ার প্রচেষ্টা ভন্ডুল হয়ে গেছে। এই জালিয়াত চক্রটি রেল প্রকল্পের অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের টাকা হাতিয়ে নিতে বহু আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল। গত জানুয়ারি মাসে জালিয়াত চক্রের ডেরা থেকে তিন বস্তা নকল দলিল ও খতিয়ান সহ তিন জালিয়াতকে হাতেনাতে আটক করা হয়েছিল।
জেলা প্রশাসনের ভুমি অধিগ্রহন শাখা (এলএ অফিস) সুত্রে জানা গেছে, অল্পের জন্য জালিয়াত চক্রের কবল থেকে রক্ষা পাওয়া গেছে। জালিয়াত চক্রটি এলএ অফিসে ১১ কোটি টাকার ক্ষতিপূরণ হাতিয়ে নিতে খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পর্যন্ত ক্ষমতা প্রদর্শন করার পরই সন্দেহের সৃষ্টি হয়। এরপরই এই চক্রের ক্ষতিপূরণের টাকা দেয়ার প্রক্রিয়া এলএ অফিস বন্ধ করে দেয়।
ক্ষতিপূরণের টাকা আদায় করার জন্য কক্সবাজারের জালিয়াত চক্রটি রাজধানী ঢাকা থেকে পর্যন্ত নানা পরিচয়ের ‘প্রভাবশালী’ লোকজনকে ভাড়া করে আনে। সর্বশেষ গত বুধবার কক্সবাজার এলএ অফিসের কর্মকর্তাগণ ক্ষতিপূরণের ১১ কোটি টাকা প্রদানে অস্বীকৃতি জানালে কথিত প্রভাবশালীরা এ মর্মে হুশিয়ারিও প্রদান করেন যে-কিভাবে টাকা নিতে হয় তা দেখিয়ে ছাড়বেন।
কক্সবাজার ভুমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও) শাখাওয়াত হোসেন রুবেল জালিয়াত চক্রের চাঞ্চল্যকর এ ঘটনার সত্যতা স্বীকার করে গতকাল বৃহষ্পতিবার জানান-‘চক্রটি টাকার চেক নিতে চাপ প্রয়োগ সহ তাড়াহুড়ো করার কারণেই আমরা এ যাত্রায় বেঁচে গেছি।’ তিনি জানান, কক্সবাজার-ঘুংধুম রেল প্রকল্পের অধিগ্রহণ করা ঝিলংজা মৌজার এক একর ৭৭ একর জমির ক্ষতিপূরণ বাবদ প্রায় ১১ কোটি টাকা কৌশলে হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সংঘবদ্ধ জালিয়াত চক্রের সদস্যরা।
জানা গেছে, কক্সবাজার পৌর এলাকার রুমালিরছড়ার বাসিন্দা আবুল ফজলের পুত্র শামশুল হুদা ও তার বোন জান্নাতুল ফেরদৌস ১০ টি রোয়েদাদ মূলে এক একর ৭৭ শতক অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ দাবি করেন। এসব রোয়েদাদগুলো যথাক্রমে ১৭১, ১৭২, ১৮০, ১৮৮, ১৮৫, ২০৫, ২০৬, ২১২, ২১৩ ও ২৩৫। এসব রোয়েদাদের অনুকুলে আবেদনকারীরা অত্যন্ত গোপনে আদালতে মামলা দায়েরের মাধ্যমে মাত্র মাস-দেড়েক সময়ের ব্যবধানে রায়-ডিক্রিও আদায় করে নেন। এমনকি রাতারাতি জমির খতিয়ানও সৃজন করা হয়। অবশ্য সেই সৃজিত খতিয়ান পরে বাতিলও করা হয়।
জেলা ভুমি অধিগ্রহণ শাখা থেকে আরো জানা গেছে, কক্সবাজারের একটি জালিয়াত চক্র অনেক আগে থেকেই শত শত জমির জাল খতিয়ান ও জাল দলিল সৃজন করে রেল প্রকল্পের টাকা হাতিয়ে নিতে তৎপর ছিল। এমনকি গত জানুয়ারি মাসে ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতানের নেতৃত্বে পুলিশ শহরতলির লারপাড়ায় অভিযান চালিয়ে তৌহিদ নামের একজন জালিয়াত সিন্ডিকেট সদস্যের ঘরে হানা দিয়ে বিপুল পরিমাণ জাল দলিল ও খতিয়ান সহ সীল মোহর উদ্ধার করা হয়েছিল।
পরে ঝিলয়ংজা চাদের পাড়ার আমিন নামের আরো একজন সদস্যের ঘরে হানা দিয়ে উদ্ধার করা হয়েছিল আরো তিন বস্তা জাল দলিল। এ ঘটনায় তৌহিদ, মৌলভী সৈয়দুল হক সহ তিনজনকে আটক করা হয়। পুলিশ এ ঘটনা তদন্ত অব্যাহত রেখেছে।
এসব বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজি মোঃ আব্দুর রহমান জানিয়েছেন যে জেলায় বর্তমানে ৬০ টির বেশি উন্নয়ন প্রকল্পের অধিকগ্রহণ করা জমির ক্ষতিপুরণের টাকা দেয়া হচ্ছে। জেলা ভূমি অধিগ্রহণ অফিসে পর্যাপ্ত সংখ্যক সার্ভিয়ার এবং ভুমি অধিগ্রহণ কর্মকর্তারা দিবারাত্রি পরিশ্রম করে অত্যন্ত সর্তকর্তার সাথে ক্ষতিপূরণের টাকা যথাযথ ভাবে প্রদানের অব্যাহত রেখেছে। তিনি বলেন ক্ষতিপূরণের টাকা নিতে কোন জালিয়তচক্র গোপনে ও সরবে তৎপরতা চালানোর সংবাদ কারও কাছে থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হচ্ছে।
প্রকাশ:
২০১৮-০৯-২৮ ১২:৩৫:১৮
আপডেট:২০১৮-০৯-২৮ ১২:৩৫:১৮
- চকরিয়ায় সংঘবদ্ধ ধর্ষণরর মামলার অন্যতম আসামি ফারুককে গ্রেফতার করেছে র্যাব
- চকরিয়ায় মৎস্য অধিদপ্তরের উদোগে নৌযান মালিক ও সারেং দের নিয়ে কর্মশালা
- খুটাখালীতে শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- চকরিয়ায় রেল স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা
- চকরিয়ায় অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক সামগ্রীর দুই দোকান পুড়ে ছাই,
- চকরিয়ায় মহাসড়কে ব্যাটারি চালিত থ্রি হুইলার গাড়ি চলাচল বন্ধে হাইওয়ে পুলিশের ক্যাম্পেইন
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- নাইক্ষ্যংছড়িতে হতদরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- কক্সবাজার প্রেসক্লাবকে বৈষম্য মুক্ত করতেই হবে
- চকরিয়ায় আ. লীগ নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- রামুতে বিদ্যুৎ অফিসের দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরীর শাস্তির দাবিতে মানববন্ধন
- চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বার্ষিক পুনর্মিলনী ও অভিষেক
- চকরিয়ার ডুলাহাজারা সাফারী পার্কে হাতি শাবকের ঠাঁই হলো
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- খুটাখালীতে শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ
- চকরিয়ায় রাতের আধারে গরীব মানুষের ঘরের দরজায় গিয়ে শীতের কম্বল দিয়েছেন ইউএনও
- চকরিয়ায় মাটির টপ সয়েল কেটে বিক্রি : অভিযানে স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- চকরিয়ায় পুলিশের জালে দুই ডাকাত, অস্ত্র-গুলি উদ্ধার
পাঠকের মতামত: