ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে হোটেলে অভিযান: পতিতা ও খদ্দেরসহ আটক ২১

নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারের শহরের লালদিঘির পাড়াস্থ হোটেলে অভিযান চালিয়ে সাত পতিতা ও ১৪জন খদ্দেরকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। এসময় ইয়াবাও উদ্ধার করা হয়েছে। অভিযানে দুইটি হোটেল থেকে এসব পতিতা ও খদ্দেরদের আটক করা হয়। আজ সোমবার সন্ধ্যায় এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) সেলিম উদ্দীন জানিয়েছেন, লালদিঘির পাড়ের কয়েকটি অখ্যাত হোটেলে পতিতাবৃত্তি ও ইয়াবা আসর বসানোসহ অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া যায়। অভিযোগ পেয়ে খদ্দের সেজে আহসান বোডিং ও পাঁচতারা হোটেল থেকে পুলিশের সদস্যরা এসব পতিতা ও খদ্দেরদের আটক করতে সক্ষম হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে কথা জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

দীর্ঘদিনের অভিযোগ রয়েছে, কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের বহু হোটেল-কটেজ এবং শহরের ভেতরের কয়েকটি অখ্যাত হোটেলে পতিতাবৃত্তি চলে আসছে। পুলিশের কতিপয় কর্মকর্তা মাসোহারা নিয়ে এসব অপকর্মের প্রশ্রয় দিয়ে আসছে।

এই নিয়ে প্রায় সময় স্থানীয় সচেতন লোকজন অভিযোগ করে থাকেন। এর মধ্যে সম্প্রতি সংঘটিত ধর্ষণের ঘটনা নিয়ে হোটেল ও কটেজের পতিতাবৃত্তিসহ অসামাজিক কার্যকলাপ ব্যাপক সমলোচনা সৃষ্টি হয়।

পাঠকের মতামত: