ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

aaaaaসংবাদ বিজ্ঞপ্তি :::

২০১৬ সালে পবিত্র হজ্বব্রত পালনে গমণেচ্ছুকদের ‘হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও প্রাক-নিবন্ধন সনদ বিতরণ অনুষ্ঠান’ সম্পন্ন হয়েছে। ২২ এপ্রিল শুক্রবার বিকাল ৪টায় শহরের মোটেল উপলে এ কর্মশালার আয়োজন করে কক্সবাজার হজ্ব কাফেলা।

এতে প্রধান আলোচক ছিলেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও চট্টগ্রাম সীতাকুন্ড কামিল (মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক। প্রধান হজ্ব প্রশিক্ষক ছিলেন জাতীয় পর্যায়ের হজ্ব প্রশিক্ষক গুলে জান্নাত নার্গিস।

কক্সবাজার হজ্ব কাফেলা ও কক্সবাজার ট্যুরস এন্ড ট্রাভেলস এর স্বত্ত্বাধিকারী হাফেজ মাওলানা তোফায়েল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন তানযিমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক হাবীবুল্লাহ মুহাম্মদ আল আমিন, তানযিমুল উম্মাহ হিফজ মাদরাসা কক্সবাজার শাখার অধ্যক্ষ হাফেজ মাওলানা রিয়াদ হায়দার।

প্রধান আলোচক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক হজ্ব পালন অবস্থায় করণীয় ও বর্জনীয় বিষয়ে চমৎকার আলোচনা করেন। জাতীয় পর্যায়ের হজ্ব প্রশিক্ষক গুলে জান্নাত নার্গিসের প্রশিক্ষণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।

কর্মশালায় ৩০ জন মহিলা হাজ্বীসহ শতাধিক প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন। এতে হাজ্বীদের পক্ষে বক্তব্য রাখেন রামু ফঁতেখারকুল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টু, মহেশখালী কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, কক্সবাজার কোর্টের সিনিয়র আইনজীবী রমিজ আহমদ, এডভোকেট সেলিম উল্লাহ, বিশিষ্ট ব্যাংকার কফিল উদ্দিন চৌধুরী, ডা. শামসুদ্দোহা, মাওলানা ফরহানুল্লাহ, ওবাইদুস সালাম, হাজ্বী সোলতান আহমদ, গোলাম শরীফ, রিদুয়ান হাকিম, আব্দুল্লাহ আল আজাদ, রমজান আলী সিকদার, আবুল কালাম, মোহাম্মদ হোসাইন, মাস্টার নুরুল কবির, মো. জাহেদ হোসাইন প্রমুখ।

সভাপতির বক্তব্যে কক্সবাজার হজ্ব কাফেলা ও কক্সবাজার ট্যুরস এন্ড ট্রাভেল্স এর স্বত্ত্বাধিকারী হাফেজ মাওলানা তোফায়েল উদ্দিন চৌধুরী বলেন, হাজ্বীরা আল্লাহর মেহমান। একমাত্র আল্লাহর কবুলকৃতরাই হজ্বে যেতে পারেন। প্রশিক্ষণবিহীন কোন কাজে সফলতা সম্ভব নয়। হজ্বের মতো মহান একটি ফরজ কাজ যারা পালন করতে যাচ্ছেন তাদের প্রশিক্ষণ দরকার। বিষয়টি বিবেচনায় রেখে হজ্বের সঠিক নিয়ম কানুন জানাতে আমরা প্রতি বছর হাজ্বীদের প্রশিক্ষনের ব্যবস্থা করি। এ কারণে কক্সবাজার হজ্ব কাফেলা সারাদেশের সেরা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

এ সময় তিনি উপস্থিত সবাইকে মহান হজ্বের নিয়ত করায় ধন্যবাদ জানান এবং সঠিক সময়ে হজ্বের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশে ফেরতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন।

পাঠকের মতামত: