নিজস্ব প্রতিনিধি ::
গতকাল ৯ এপ্রিল চট্টগ্রামের কালুরঘাট কাপ্তাই রাস্তার মাথা স্থানে হারিয়ে যাওয়া নং-চট্টমেট্রো-থ-১২-অঋজ সিএনজি কক্সবাজারে এনে বিক্রির করছে চট্টগ্রাম ও কক্সবাজার সিএনজি চোরের একটি দুর্ধর্ষ সিন্ডিকেট। এমন গোপন সংবাদের ভিক্তিতে মেজর মোঃ রুহুল আমিনের নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাতে কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিএনজি চোর সিন্ডিকেটের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-চকরিয়া উত্তর মেধাকচ্ছপিয়া এলাকার মোঃ সৈয়দের ছেলে মোঃ আব্দুল গফুর (২৪), কক্সবাজার সদরের পিএমখালী পরানিয়াপাড়ার মৃত দুলা মিয়ার পুত্র মীর কাশেম (৩৫), চকরিয়া কামারপাড়ার মৃত একরাম মিয়ার ছেলে মোঃ সাইফুল (৩৫), ও রাউজানের নুরুল হকের ছেলে মোঃ এনাম (১৮) কে গ্রেপ্তার করা হয়। তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে সিএনজি চোরের সাথে জড়িত বলে। তারা আরো জানায়, বিভিন্ন সময় বিভিন্ন স্থান হতে সিএনজি চুরি করে নিয়ে এসে কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকার মীর কাশেম এর সহযোগিতায় চুরিকৃত সিএনজি বিক্রি করতো। চুরির ঘটনায় চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানায় একটি সিএনজি চুরির মামলা হয়, যার নম্বর-২৪, তারিখ-১০/০৪/২০১৮ খ্রিস্টাব্দ। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পাঠকের মতামত: