ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংবাদ বিজ্ঞপ্তি :: বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিন ব্যাপি উৎসব মুখর পরিবেশে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দিনব্যাপ প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু করে। পরে জেলা যুবলীগ নেতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

 

যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে খতমে কোরআন ও দোআ মাহফিলের আয়োজন করা হয়। এই সময় মহান মুক্তিযুদ্ধের বীর শহিদ, জাতির পিতা বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদে আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোআ করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকালে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে জেলা যুবলীগের উদ্যোগে বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, “জনগণের সুখ-দুঃখে যুব সমাজকে পাশে থাকতে হবে। সরকারের দেশ ব্যাপী উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের কাছে পৌছে দিতে যুবলীগকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। শেখ হাসিনা সরকার দলের শুদ্ধি অভিযান চালাচ্ছে, তাই অনুপ্রবেশকারী দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের যুবলীগে স্থান দেয়া যাবে না। সন্ত্রাস, মাদক এবং চাঁদাবাজমুক্ত দেশ গড়াই এখন যুবলীগের প্রধান চ্যালেঞ্জ।

প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে আঁকড়ে ধরেই আমাদের দেশ সেবায় এগিয়ে আসতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যৌবনকালসহ জীবনের পুরো সময়ই দেশের অসহায় মানুষের পাশে থেকে দেশ সেবায় বিলীন করে দিয়েছেন। তাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আমোদের সবাইকে দেশের সেবা করতে রাজনীতি করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে কানিজ ফাতেমা মোস্তাক এমপি বলেন, “ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলছে। আর এ অগ্রগতিকে বাঁধাগ্রস্ত করতে একটি কুচক্রি মহল সব সময় চেষ্টা করছে। তাই এ অগ্রগতি ও উন্নয়নের ধারাকে টিকিয়ে রাখতে যুব সমাজকে সজাগ থাকতে হবে।”

আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান, খুরুশকুল ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, তাজমহল সিকদার তাজমহল, ফরিদুল আলম, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক ডালিম বড়ুয়া, সাহেদ ইমরান, কুতুব উদ্দিন, মির্জা ওবাইদ রুমেল, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, জেলা যুবলীগের সিনিয়র নেতা ইসমাঈল সাজ্জাদ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা আলিম উদ্দিন, নেতা ইমরুল কায়েস চৌধুরী, ইয়াছির আরাফাত রিগ্যান, মোঃ ইব্রাহিম, আমির হোসেন, আবদুস সালাম ভেক্ষু, মুমিনুল হক, হিল্লোল দাশ, শাহাজান সাজু, মোঃ এরশাদ, মোঃ নজরুল, জসিম উদ্দিন আকাশ, মো: ফারুক, এডঃ সরওয়ার, মোঃ এহসান, আবুল কাশেম, মোনাফ সিকদার, যুবলীগ নেতা মোস্তাফিজ, মামুন এরশাদ, এনামুল কবির, মঈন উদ্দিন, মিজানুর রহমান হিমেল, পারভেজ, আব্দুর শুক্কুর, সোহেল আরমান, মোস্তাফিজ, হিল্লোল দাশ, শহর যুবলীগ নেতা রুবায়েছু রহমান, রউফ নেওয়াজ ভুট্টু, পাভেল দাশ, নয়ন, হুমায়ূন কবির চৌধুরী, ফিরোজ উদ্দীন খোকা, নাজমুল শাকিল, মেহেদী হাসান, এহছানুল হক মিলন, এখলাস, গফুর, আবুল মনছুর, হোসাইন মোঃ আরিফ, নবী হোছন, আজিজুল হক আরজু। মহিউদ্দিন, নওশাদ, রিয়াদ, জমির জামির, নুরুল আলম, মুরাদ, শুক্কুর, জাহাঙ্গীর, সোহেল বড়ুয়া, জয় বড়ুয়া, জুয়েল সিকদার, জাহেদ সিকদার, আজাদ, আরিফ, আতিক, হুমায়ুন কবির, আবদু শুক্কুর শান্ত, মালেক, আক্কাছ, কাজী দিদার, অ্যাড, ফয়সাল, অ্যাড. আরিফ, রউফ নেওয়াজ ভুট্টু, রুবাইছুর রহমান, নাছির সিকদার, কায়সার, শওকত আলী মানিক, মাসেকুর রহমান, অ্যাড. সায়েম, অ্যাড. শামশু, অ্যাড. রবিউল, রেজা আল নাহিয়ান, ছুরুত আলম, সাদ্দাস হোসেন, মফিজুর রহমান বাবলু, সৌরভ, কাদের, হেলাল, আরফাত, রুবেল, নুরুল হুদা, মো. হোসাইন, আতাউল্লাহ, তৈয়ব, তাহের, মুবিন, জুনাইদ, জাহেদ সিকদার, মুবিন প্রমুখ।

আলোচনা সভা বর্ণাঢ্য শোভাযাত্রা কক্সবাজার শহর পদক্ষিন করে। পরে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষীকিতে কেক কাটা হয়।

পাঠকের মতামত: