ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

কক্সবাজারে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি ::

কক্সবাজারের কাটাপাহাড় এলাকা থেকে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ শনাক্ত করা হয়েছে। তার নাম শামসুল আলম মার্কিন (৪৮)।

টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, নিহত ইয়াবা ব্যবসায়ী শামসুল আলম মার্কিনের বিরুদ্ধে টেকনাফ থানায় চারটি মাদকের মামলা রয়েছে। নিহত শামসুল আলম স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবার গডফাদার।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কলাতলীস্থ কাটাপাহাড় এলাকা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তি সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার মৃত মৌলভী আলী হোছাইনের ছেলে। দুই দিন আগে কক্সবাজার যাওয়ার পথে নিখোঁজ হন তিনি। স্বজনরা খোঁজ করে ছবি দেখে লাশটি শামসুলের বলে সনাক্ত করেন।

নিহতের ভাই আবদুস সামাদ মর্গ হতে তার ভাইয়ের মৃতদেহ গ্রহণ করেছেন।

পাঠকের মতামত: