ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারের জেলেদের ‘মাছশিকার বর্জন’ কুতুবদিয়ার ১০ ফিশিং বোট আনোয়ারায় ছিনতাই

chinotaiকুতুবদিয়া প্রতিনিধি  :::

আনোয়ারা গহিরা সমুদ্র উপকূল এলাকায় চরম নৈরাজ্য চলছে। স্থানীয় ২০/২৫ জন বিক্ষুব্ধ লোক ৪/৫টি বোট নিয়ে শনিবার ভোর সকাল থেকে সাড়াশি অভিযান চালিয়ে কুতুবদিয়াসহ কক্সবাজারের বিভিন্ন উপজেলার অন্তত: ১০টি ট্রলার-ফিশিংবোট নিয়ে গেছে। তন্মধ্যে ডায়মন্ড

সিমেন্টের কুতুবদিয়ার ডিলার নুরুল আনচার চৌধুরীর ১১শ বস্তা সিমেন্টভর্তি একটি ট্রলার রয়েছে। ধাওয়া করে ধরতে পারেনি বেশ কয়েকটি যাত্রীবাহী সার্ভিস বোট। এ সময় বখাটে লোকদের নিক্ষেপ করা পাথরের আঘাতে বেশকিছু লোক আহত হয় বলে জানা গেছে। আটক ৭টি বোটের ব্যাপারে গহিরা ইউপি চেয়ারম্যান জানে আলম বলেন, কুতুবদিয়ার জনপ্রতিনিধিগণকে সাথে নিয়ে বিষয়টির দ্রুত সমাধানের মধ্যস্থতা করা হবে।
জানা যায়, কক্সবাজারের বিভিন্ন উপজেলার কতিপয় জলদস্যু কয়েকটি ফিশিংবোট ডাকাতিসহ ২ জন মাঝি-মাল্লা খুনের ঘটনাকে কেন্দ্র করে চরম বিক্ষুব্ধ হয়ে ওঠেছে আনোয়ারা এলাকার জনগণ। অনতিবিলম্বে ওসব চিহ্নিত জলদস্যুদের ধৃতকরে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত কুতুবদিয়াসহ কক্সবাজারের কোন ট্রলার-ফিশিংবোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আনোয়ারা গহিরা এলাকার জনগণ।

পাঠকের মতামত: