ইমাম খাইর, কক্সবাজার :: প্রশাসনের নির্দেশনা মতে কক্সবাজারের কাঁচাবাজারগুলো আজ শনিবারের মধ্যে নতুন স্থানে সরে না গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার।
তিনি বলেন, কাঁচাবাজারগুলোর জন্য নির্ধারিত স্থানে নেয়ার ব্যাপারে কক্সবাজার পৌর মেয়রকে নির্দেশ দেয়া হয়েছে। তারা ব্যবস্থা নিচ্ছে।
তবে, আপাততঃ মাছের বাজার নিয়ে কি করা যায়, ভাবা হচ্ছে।
করোনা ভাইরাসের পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে পৌরসভা ও এর আশপাশের কাঁচাবাজার সমূহের নতুন স্থান নির্ধারণ করা হয়েছে।
সিদ্ধান্ত অনুসারে -কক্সবাজার বড়বাজার যাবে ঈদগাহ ময়দানে, বাহারছড়া বাজার যাবে-পার্শ্ববর্তী নুরানী মাদ্রাসার দক্ষিণে একটি খোলা মাঠে, কানাইয়া বাজার যাবে-পার্শ্ববর্তী স্কাউট ভবন মাঠে।
এছাড়া শহরতলীর লিংরোড বাজার যাবে লম্বালম্বি রাস্তার পাশে এবং উপজেলা কাঁচাবাজার এখন থেকে নির্মাণাধীন মডেল মসজিদ এলাকায় বসবে।
কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সাথে পরামর্শক্রমে ১৪ এপ্রিল নতুন স্থানগুলো চূড়ান্ত করেছে জেলা প্রশাসন।
১৬ এপ্রিলের মধ্যে নির্ধারিত স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করে পৌরসভা। তবু সরে নি ব্যবসায়ীরা।
পাঠকের মতামত: