ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারকে হারিয়ে চট্টগ্রাম এস.এস ক্রিকেট একাডেমীর শুভ সূচনা, অনুর্ধ্ব-১৪ টি-২০ ক্রিকেট ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক ::   তিনটি টি-২০ ক্রিকেট ম্যাচের মধ্যে প্রথম ম্যাচেই কক্সবাজার ক্রিকেট একাডেমী অনুর্ধ্ব-১৪ কে হারিয়ে শুভ সূচনা করেছে চট্টগ্রাম এস.এস ক্রিকেট একাডেমী অনুর্ধ্ব-১৪।আজ সোমবার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে সফরকারীরা স্বাগতিকদের ৩ উইকেটে হারায়। ট্রসে জিতে ব্যাট করতে সবকটি উইকেট হারিয়ে কক্সবাজার ক্রিকেট একাডেমী ৭৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে জিহাদ ২৩ ও রায়হান ১১ রান করে। চট্টগ্রাম এস.এস ক্রিকেট একাডেমীর রাকিবুর ৪টি ও তামিম ৩টি উইকেট তুলে নেয়। ৭৪ রানের টার্গেটের জবাবে সফরকারীরা জয় পেতে ৭ উইকেট হারায়। প্রতিপক্ষের মিস ফিল্ডিং ও অতিরিক্ত রান দেয়ার খেসারতে ৩ উইকেটে জয়লাভ করে চট্টগ্রাম এস.এস ক্রিকেট একাডেমী। দলের পক্ষে আফিফ ১০ ও জয় ৮ রান করে। স্বাগতিক দলের সাহেদ ও সাবিত ২টি করে উইকেট নেয়। ম্যান সেরা হয় চট্টগ্রাম এস.এস ক্রিকেট একাডেমীর মোহাম্মদ তামিম।

এর আগে তিন ম্যাচের টি-২০ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার ক্রিকেট একাডেমীর সভাপতি ওবাইদুল হালিম চৌধুরী ও কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এম.এ আজিল রাসেল, সহ-সভাপতি মুহাম্মদ শাহ নেওয়াজ, সাধারন সম্পাদক (কোচ ও পরিচালক) লতিফ উল্লাহ চৌধুরী, সহঃ কোচ মুহাম্মদ রাশেদ উল্লাহ রাসেল, সদস্য ইমরান উল্লাহসহ একাডেমির কোচ ও সকল কর্মকর্তাবৃন্দ ৬ ও ৭ আগষ্ট বাকি দুটি টি-২০ ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত: