ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

উত্তর কাট্টলীর ২ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ

নিজস্ব প্রতিবেদক :: দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় পর চট্টগ্রাম নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের দুটি কেন্দ্রে সকাল সাড়ে ১১টা থেকে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

সকালে ওই ওয়ার্ডের দুটি কেন্দ্র নুরুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরুল হক উচ্চ বিদ্যালয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

জানা গেছে, নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ৪টি ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছে ১৬৬৪ জন। এর মধ্যে ২০৪টি ভোটগ্রহণ করা হয়েছে।

১০ নম্বর উত্তর কাট্টলীর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী নিছার উদ্দীন আহমেদ বলেন, আমি অন্য একটি কেন্দ্রে আছি। তবে সকালে ওই দুটি কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা শুনেছি। কিন্তু ভোট গ্রহণ বন্ধ হয়নি।

এদিকে বিএনপির কাউন্সিলর প্রার্থী রফিক উদ্দীন বলেন, প্রশাসনের লোকেরা সব কেন্দ্রে ভোট বন্ধ করে দিয়েছে। আমাদের সকল এজেন্টকে বের করে দিয়েছে। এখানে ৯টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, পাহাড়তলী থানার এসআই বদিউল আলম আমাদের লোককে মেরে গাড়িতে করে তুলে নিয়ে গেছে। এভাবে কি ভোট চলে?

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘উত্তর কাট্টলীর দুই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে এমন কোনো তথ্য আমার কাছে নেই।’

পাঠকের মতামত: