ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০৫ এসএসসি ব্যাচের বনভোজন সম্পন্ন

কায়সার হামিদ মানিক, উখিয়া ::
উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০৫ সালের এসএসসি ব্যাচের বনভোজন সম্পন্ন হয়েছে। ২০০৫ ব্যাচের বন্ধুরা বনভোজনের সিদ্ধান্ত নিয়েছিল মাস খানেক আগে থেকে।এরই ধারাবাহিকতায় সবার সিদ্ধান্ত ক্রমে উখিয়ার পর্যটন নগরী ইনানী সী-বিচের পাশে অবস্থিত আন্তজাতিক মানের হোটেল রয়েল টিউলিপে করার একমত হয়।

শুক্রবার ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টার দিকে গাড়িযোগে সবাই যাত্রা করে।সেখানে পৌছে সবাই যে যার মতো আনন্দ উপভোগ করতে ব্যস্ত পড়েছে।কেউ স্ত্রী সন্তানের সাথে সেলফি তোলতে ব্যস্ত কেউ আবার সুইমিং পোলে গোসল করতে ব্যস্ত কেউ আবার বান্ধবীদের সাথে গল্প গোজবে ব্যস্ত। দুপুরে সবাই এক সাথে খাওয়া দাওয়া করে আবারো সবাই হৈ হুল্লুড়ে আনন্দে মেতে উঠে।সেখানেই সিদ্ধান্ত হয় প্রতি বছর সবাই মিলিতো হওয়ার জন্য বনভোজন ও আনন্দ ভ্রমণ করার। বিকেল সাড়ে ৪ টার দিকে সবাই দল বেধে কপি খাওয়ার মত পোষণ করেন।এবার যাত্রা হোটেল মারমেইড।গত বছরও সেখানে একই ভাবে কপি খেতে যায়।সেখানে পৌছা মাত্র কপির অর্ডার দিয়ে আবারো আনন্দে মেতে উঠে।কপি আসা মাত্রই কাড়াকাড়িতে ব্যস্ত।কপিতে চুমুক দিয়ে আবারো সবাই গল্প গোজবে সেখানে সমাপ্তি হয়।সেখানে থেকে গাড়ি যোগে যে যার মতো চলে যায়।বনভোজনের দায়িত্নে ছিলেন সাইফুল সিকদান,শাহ আমিন চৌধুরী,রবিউল হাসান রবিন,মোঃজাহাঙ্গীর।উক্ত বনভোজনে ২০০৫ সালের এসএসসি ব্যাচের মধ্যে অংশগ্রহণ করেন, কায়সার হামিদ মানিক, হুমায়ুন কবির রুবেল, আল আমিন,১ মোঃ ইসমাইল,২ মোঃ ইসমাইল,আরমান খান জয়,মোঃ ইদ্রিস খান,সনেট বড়ুয়া,হিমু বড়ুয়া, মুবিনুল ইসলাম অপু,সরওয়ার রানা,মাহমুদুল হক,মুস্তাফিজুর রহমান মানিক,রিদুয়ানুল রহমান,বাপ্পি,মনির ইকবাল,তৌহিদুল ইসলাম, বোরহান উদ্দিন,হুমায়রা সুলতানা,আয়েশা সিদ্দিকা আশা,মরজিনা আক্তার,নাসিমা আক্তার,সুবর্ণা বড়ুয়া, প্রমূখ। নিউজটা প্রকাশের জন্য অনুরোধ করা হচ্ছে। কারণ নিউজটা আমাদের ২০০৫ ব্যাচের।

পাঠকের মতামত: