ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

উখিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি

উখিয়া প্রতিনিধি ::

রামুর গোয়ালিয়াপালং এলাকায় জনতার গণপিটুনীতে ১০ ডাকাত ঘটনাস্থলে নিহত হওয়ার পর কক্সবাজার জেলায় ডাকাতের উপদ্রব গত কয়েক বছর ধরে কমলেও সংঘবদ্ধ ডাকাতদল আবারো সক্রিয় হয়ে উঠেছে।

উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের হাতিরঘোনা কুতুয়াবাদ গ্রামে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বেলাল উদ্দিন সওদাগরের বাড়ীতে দুধুর্ষ ডাকাতি হয়েছে।

১৮/২০ জনের সশস্ত্র ডাকাতদল পুলিশ পরিচয়ে বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পরিবারের সদস্যদের। এতে আব্দুল হক (৬০), মনোয়ারা বেগম (৫৫), নিলুফা ইয়াছমিন (৩০), সাহাব উদ্দিন (৩২), সুমি আক্তার (২১) ও শিশু রাফি (৫) আহত হয়।

এছাড়া প্রত্যক্ষদর্শী নুরুল আলম (৪৫), আব্বাছ উদ্দিন (৪০), আব্দুর রহমান (৪০) ও স্কুল ছাত্র এসএম তামিনও (১৪) আহত হয়। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সুত্রে জানা যায়, গৃহকর্তা বেলাল ওই সময় এক মাহফিলে ছিলেন। এ সুযোগে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতেরা পুলিশ পরিচয়ে ওই বাড়িতে প্রবেশ করে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, ইলেক্ট্রনিক্স পণ্য সামগ্রীসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে।

ডাকাতের হাতে আহত সুর্যদয় সংঘের সভাপতি নুরুল আলম জানান, ডাকাতেরা ডাকাতি করতে যাওয়ার সময় তা দেখে ফেলায় তাদেরকে মারধর করে একটি দোকানে বেঁধে রাখে।

খবর পেয়ে উখিয়া থানার এসআই মাঈন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এ ধরনের একটি ঘটনা শুনেছি, তবে এখনো কোনো অভিযোগ পাইনি।

পাঠকের মতামত: