ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

উখিয়ায় পাহাড়ের মাটি চাপা পড়ে এক ব্যক্তি নিহত

ফারুক আহমদ, উখিয়া ::  উখিয়া উপজেলার হলদিয়া পালংয়ে পাহাড় কর্তন করতে গিয়ে মাটি চাপা পড়ে মোঃ আজিজ প্রকাশ আয়াজ মিয়া (৩০) নামক এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি ৪ নম্বর ওয়ার্ডের পাতাবাড়ি গ্রামের মৃত ইসলাম মিয়ার পুত্র। মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটে।
এলাকাবাসীরা জানান হলদিয়া পালং ইউনিয়নের খেওয়াছড়ি আদর্শ গ্রামের পাশে সোনা গুনা নামক এলাকায় বিভাগের সংরক্ষিত পাহাড় কর্তন করে মাটি পাচার করে আসছিল একটি সঙ্ঘবদ্ধ মাটি খেকো সিন্ডিকেট।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় পাহাড়ের মাটি কর্তন ও ডাম্পার ভর্তি করে পাচার করার সময় আষ্কমিক মাটি চাপা পড়ে কয়েকজন শ্রমিক। আহতদেরকে উদ্ধার করে কোটবাজারের একটি হাসপাতলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের মেম্বার সরোয়ার বাদশা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পাহাড়ের মাটি কর্তন করতে গিয়ে এ দুর্ঘটনার ঘটনাটি ঘটে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সনজুল মোরশেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

পাঠকের মতামত: