ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

উখিয়ায় আরো ৮ এনজিও কর্মী করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক ::  কক্সবাজারে প্রতিদিন বেড়েই চলেছে করোনা শনাক্তের সংখ্যা। যত বাড়ছে নমুনা পরীক্ষা তত বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। আজ শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের তথ্যমতে উখিয়া উপজেলায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।

উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন বড়ুয়া রাজন বলেন, শুক্রবার (২৯ মে) উখিয়া উপজেলায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ৮ জনই বিভিন্ন এনজিও সংস্থায় কর্মরত।

শনাক্ত ৮ জনের মধ্যে একজন এমএসএফ ও একজন আইওএমের চিকিৎসক। এছাড়াও বাকি ৬ জন এনজিও সংস্থা এমএসএফ, আরটিএম ও মুক্তিতে কর্মরত।

পাঠকের মতামত: