মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :::
কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ে গেল মেঘনা/নীল ও যমুনা/হলুদ দলের মধ্যকার ক্রিকেটের জমজমাট ফাইনাল ম্যাচ। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ২৪ জানুয়ারী ২য় ও সমাপনী দিনে দুপুরে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে মেঘনা/নীল দল সবকটি উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে যমুনা/হলুদ দল সবকটি উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করতে সমর্থ হয়। ফলে মেঘনা/নীল দল ৩৬ রানে জয় পায়। বিজয়ী দলের অধিনায়ক ছিল আমানুল। এ দলের খেলোয়াড়দের মধ্যে জুনাইদ ৪৯, এরফান ৭ ও রবিউল ৬ রান করতে সমর্থ হলেও আবদুল্লাহ ও মিজান কোর রান করতে পারেনি। খেলার ধারাভাষ্যকার ছিলেন মো. ইব্রাহিম ও সাকলাইন মোস্তাক। পরিচালনায় ছিলেন আবদুল মজিদ খান। শিক্ষকদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক মোখতার আহমদ, মো. সিরাজুল হক, নুরুল কবির, মোহাম্মদ রশিদ, মো. রেজাউল করিম, পূর্ণাম পাল, এস.এম. তারেক, শফিক আহমদ, জাফর আলম, মো. আবু তাহের, আবদুচ ছালাম হেলালী, মোহাম্মদ আলম, শেখর কান্তি দে, রিমা পাল, সালমিরা সুলতানা সোমা, আনিসুর রহমান, শামসুল আলম, ফাতেমা বেগম, কর্মচারীসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী, ক্রীড়ামোদী ও বাজারবাসী উক্ত খেলা উপভোগ করেন। খেলা শেষে ধারাভাষ্যকার মোস্তাক বিজয়ী দলের অধিনায়ক আমানুল হকের সাক্ষাতকার গ্রহণ করেন। এতে সে বলে যে, আল্লাহর রহমতে, শিক্ষকদের নির্দেশনায় এবং সতীর্থদের অনুপ্রেরণায় ভাল খেলে বিজয়ের সুফল ঘরে তুলতে সক্ষম হয়েছি। খেলা চলাকালে বিদ্যালয়ের পুরনো ভবন, অফিস ভবন, লাইব্রেরী ভবন, ক্রীড়া গেইট, ইউনিয়ন ব্যাংক কর্নারসহ চতুর্দিকে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত: