এম আবু হেনা সাগর , ঈদগাঁও :::
জেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের (হিসাব বিজ্ঞান বিভাগ)’র সিনিয়র শিক্ষক রশিদ আহমদ অকাল মৃত্যুবরণ করে। ৮ জুলাই (শনিবার) রাত আনুমানিক একটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঈদগাঁওর একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বার্স ত্যাগ করে তিনি এই সুন্দর পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন (ইন্না……… রাজেউন)। শিক্ষক রশিদ ইউনিয়নের পূর্ব পোকখালী ছড়াখাল নিবাসী মরহুম মমতাজ মিস্ত্রির দ্বিতীয় পুত্র বলে জানা যায়। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক এবং মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসাবে কর্মরত ছিল। একই দিন সকাল এগারটার দিকে পোকখালী মাদ্রাসার মাঠে মরহুম শিক্ষক রশিদের নামাজে জানাযায় শোকার্ত মানুষের ঢল নামে। তাঁর এই জানাযায় এলাকাবাসী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, শিক্ষক সহ প্রিয় শিক্ষার্থীরা অংশ নেন। প্রিয় শিক্ষকের মৃত্যুতে শিক্ষার্থীরা তাঁর পরিবার পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। অপরদিকে অত্র বিদ্যালয়ের শিক্ষকের অকাল মৃত্যুর কারণে উক্ত দিনের নির্ধারিত সকাল-বিকাল অর্ধ-বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয় বলে জানা গেছে। মরহুম শিক্ষকের প্রতি গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেন- একঝাঁক কলম সৈনিকদের সংগঠন ঈদগাঁও রিপোটার্স সোসাইটির নেতৃবৃন্দরা তারা হলেন- সংগঠনের সভাপতি এম আবু হেনা সাগর (আজকের দেশ-বিদেশ), সহ সভাপতি শফিউল আলম আযাদ ( দৈনন্দিন), সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ (সকালের কক্সবাজার), যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম রোস্তম আলী (রূপালী সৈকত), সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দিন আরফাত (দেশ নিউজ ২৪ ডটকম), সদস্য মিছবাহ উদ্দিন (কক্সবাজার-৭১), এম সরওয়ার সিফা (বে-বেঙ্গল নিউজ), রফিক উদ্দিন লিটন (কক্সবাজার বানী), মফিজ উদ্দিন মফি, হাফেজ বজলুল রশিদ ও নেজাম উদ্দিন। অপরদিকে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০২ সালের পরীক্ষার্থীদের পক্ষে সমবেদনা জ্ঞাপন করেন- ছাত্রনেতা নওশাদ মাহমুদ, ব্যবসায়ী মুফিজ উদ্দিন, আবদুল গফুর, ক্রীড়াবিদ মিজানুর রহমান, হারুনর রশিদ, সংবাদকর্মী এম আবু হেনা সাগর, শিক্ষক সিরাজুল ইসলাম, আনিস, কায়ুম ও প্রবাসী মিজানুর রহমান সহ দূরদূরান্তে ছড়িয়ে ছিড়িয়ে থাকা বন্ধুরা।
পাঠকের মতামত: