ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

ঈদগাঁও-ঈদগড় সড়কে কাভারভ্যানের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভাংচুর : বিদ্যুৎ বিচ্ছিন্ন

এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::

ঈদগাঁও -ঈদগড় সড়কে কাভারভ্যানের ধাক্কায় ১১হাজার লাইনের একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যাওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ৮ ডিসেম্বর বিকেল সাড়ে চারটার দিকে উক্ত সড়কের পানেরছড়া ঢালা নামক স্থানে বাইশারী থেকে রাবারের কষ নিয়ে ফেনী যাচ্ছিল একটি কাভারভ্যান। উক্ত স্থানে যাতাযাতের রাস্তা সংকীর্ণতার ফলে কাভারভ্যান (ঢাকা মেট্রো ট-২০-০৭৩৯)টি একপাশের খুঁটির সাথে ধাক্কা লাগলে, মুহুতের মধ্য বৈদ্যুতিক খুঁটিটি ভেঙ্গে যায়। এতে দীর্ঘক্ষণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেল লোকজন। খবর পেয়ে ঈদগড় পবিসের ইনর্চাজ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পরিস্থিতি বুঝে সাময়িকের জন্য তিন ইউনিয়নবাসীর সুবিধার্থে বিচ্ছিন্ন হওয়া বিদ্যুৎ লাইন চালু করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত কাভারভ্যান আর পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ সমঝোতার চেষ্টা চলছে।

পাঠকের মতামত: