ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ঈদগাঁওয়ের ছয় ইউনিয়নের নির্বাচন ৪ জুন

image_152081_0শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর ::

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৬ষ্ঠ ও শেষ ধাপে কক্সবাজার সদর উপজেলার ৬টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে আগামী ৪ জুন। এসব ইউনিয়নে মনোনয়নপত্র জমার শেষ সময় আগামী ৯ মে। প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই ১১ ও ১২ মে। বাছাই করে বাতিলকৃত প্রার্থীরা আপিল করতে পারবে ১২ ও ১৫ মে এবং আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে ১৬ ও ১৭ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ মে। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ২০ মে প্রতীক বরাদ্ধ করবেন সংশ্লিষ্ট ইউপি রিটার্নিং কর্মকর্তারা। কক্সবাজার জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনে ৬ষ্ঠ ও শেষ ধাপে জেলা সদরের ৬টি ইউনিয়নের মধ্যে জালালাবাদ, ঈদগাঁও, চৌফলদন্ডী, ইসলামাবাদ, ইসলামপুর ও পোকখালী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নির্বাচনী এলাকার ভোটার সংখ্যা হল ৮১ হাজার ৪৬ জন। এতে পুরুষ ভোটার রয়েছে ৪১ হাজার ৬শ ৪১ ও মহিলা ভোটার রয়েছে ৩৯ হাজার ৪শ ৫ জন। সূত্রে জানা যায়, জালালাবাদের ঈদগাঁও ইউনিয়নে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে সদর উপজেলা শিক্ষা অফিসার শেখ আহমদকে। চৌফলদন্ডী ও পোকখালী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ডঃ মঈনুদ্দীন আহমদকে। চৌফলদন্ডী ইউনিয়নে ভোটার সংখ্যা ১৬ হাজার ৬শ ৩৮ জন। এতে পুরুষ ভোটার রয়েছে ৮ হাজার ৫শ ৩৬ ও মহিলা ভোটার রয়েছে ৮ হাজার ১শ ২ জন। পোকখালী ইউনিয়নে ভোটার সংখ্যা ১২ হাজার ৪শ ৮১ জন। এতে ৬ হাজার ৫শ ১১ ভোট পুরুষ ও ৫ হাজার ৯শ ৭০ ভোট মহিলা। ইসলামাবাদ ও ইসলামপুর ইউনিয়নে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে সদর উপজেলা কৃষি কর্মকর্তা এনায়েত ই রাব্বিকে। ইসলামাবাদ ইউনিয়নে ভোটার সংখ্যা ১৫ হাজার ১শ ১১ জন। তার মধ্যে ৭ হাজার ৭শ ৭১ ভোট পুরুষ, ৭ হাজার ৩শ ৪০ জন মহিলা ভোটার রয়েছে। এ ব্যাপারে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৬ষ্ঠ ও শেষ ধাপের তপশীল ঘোষণা করা হয়েছে। এ ৬টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে ৪ জুন। নির্বাচন উপলক্ষ্যে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পাঠকের মতামত: