এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর আলমাছিয়া মাদ্রাসা সড়কটি বর্তমানে বড় বড় গর্তে মরন ফাঁদে পরিনত হয়ে পড়েছে। সড়ক জুড়েই একাধিকটি গর্তে সয়লাভ হয়ে উঠেছে। অল্প বৃষ্টিতে যত্রতত্র স্থানে গর্তে পানি জমে জন ও যান চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। নিদারুন কষ্ট পাচ্ছে স্কুল- কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে নানা দূর্ভোগ আর দূর্গতি পেরিয়ে দৈনিক তাদের প্রিয় শিক্ষাঙ্গনে আসা যাওয়া করতে চোখে পড়ে ছাত্রছাত্রীদের। সরেজমিন ঘুরে দেখা যায়, ঈদগাঁও বাজারের দক্ষিন পাশ্বর্স্থ অংশের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে থেমে থেমে কাজ করার ফলে মাদ্রাসা সড়ক দিয়ে বর্তমানে চলাচল অনেকটা বৃদ্বি পেয়েছে। উক্ত সড়কটি গর্তের সৃষ্টির কারনে মরন দশার কবলে পড়ে চলাফেরার অযোগ্য হয়ে পড়েছে। লঙ্কর ঝঙ্কর মার্কা সড়ক পেরিয়ে শিক্ষা লাভ করতে বিদ্যালয়মুখী হচ্ছে শত শত শিক্ষার্থীরা। সন্ধ্যাকালীন সময়ে যানবাহন চলা চল করতে গিয়ে গর্তে পড়ে যেকোন মুহুর্তে অপ্রীতিকর দূর্ঘটনার আশংকাও প্রকাশ করেন চালকরা। তবে এ সড়কের একাধিক পথচারীরা আজকের কক্সবাজারকে জানান, বর্তমানে ব্যস্তবহুল সড়ক হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে মাদ্রাসা সড়কটি। সড়ক জুড়েই প্রায় অংশে গর্ত আসলেই ঝুকিঁপূর্ন। রক্ষা পেতে হলে সংস্কারের বিকল্প নেই। তবে সচেতন মহলের মত, বর্তমানে মাদ্রাসা সড়কটি এখন মরন ফাঁদে পরিনত হয়ে পড়েছে।
পাঠকের মতামত: