ঢাকা,বুধবার, ২০ নভেম্বর ২০২৪

ঈদগাঁওর মহাসড়ক জুড়েই খানাখন্দক: নীরব কতৃপক্ষ

এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::

কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাস ষ্টেশন পয়েন্ট জুড়েই এবার খানাখন্দকে ছেয়ে গেছে। সংশ্লিষ্ট কতৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করায় হতাশ হয়ে পড়েছেন জন ও যান বাহন চালকরা। ৩ জুলাই দুপুরের দিকে এমন দৃশ্য চোখে পড়ে। ঈদগাঁও বাসষ্টেশনের লাল ব্রীজ হয়ে দরগাহ গেইট পর্যন্ত মহাসড়কের মাঝ অংশে যত্রতত্র স্থানে ছোট বড় গর্তে সয়লাব হয়ে পড়েছে। যাতে করে,দুরপাল্লারসহ স্থানীয় নানা যানবাহন চলাফেরা করতে নিদারুল কষ্ট পাচ্ছে। এসব গর্ত সমুহ দীর্ঘকাল ধরে সংস্কার না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন সাধারন মানুষসহ চালকরা। অন্যদিকে কক্সবাজার সদরের ঈদগাঁওর আল মাছিয়া মাদ্রাসার পাশ দিয়ে বয়ে যাওয়া সড়ক টিতেও বড় বড় গর্তের সৃষ্টি হয়ে বর্তমানে এ যাতায়াতের সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়ে পড়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্রছাত্রীরা নানা দূর্ভোগ আর দূর্গতি পেরিয়ে প্রতিদিন শিক্ষাঙ্গনমুখী হতে দেখা যাচ্ছে। সরেজমিন ঘুরে দেখা যায়, ঈদগাঁও বাজারের দক্ষিন পাশের অকেজো সড়ক সংস্কারের দেখা না মেলার কারনে মাদ্রাসা সড়কটি বর্তমানে জন ও যান বাহন চলাচল বৃদ্বি পাওয়ায় ঐ চলাচল সড়কটি যত্রতত্র স্থানে খানাখন্দকে ছেয়ে গেছে। এ সড়কের মসজিদ সংলগ্ন রাস্তার মাথায় ত্রিমুখী পয়েন্টে একটি বড় গর্তের কারনে চলাচলে দারুন ভাবে ব্যাঘাত ঘটছে। সন্ধ্যা বা রাত্রী কালীন সময়ে যানবাহন চলাচল করতে গিয়ে যেকোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনার আশংকা প্রকাশ করেন সচেতন লোকজন। কয়েকজন পথচারী জানান, সড়ক জুড়েই বড় বড় গর্ত আসলেই ঝুকিঁপূর্ন। রক্ষা পেতে হলে সংস্কারের বিকল্প নেই। তবে শিক্ষার্থীদের মতে, বর্তমানে মাদ্রাসা সড়কটি সংস্কার অতীব জরুরী হয়ে পড়েছে।

পাঠকের মতামত: