সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার :::
কক্সবাজার সদরের ঈদগাঁও জালালাবাদে গরু চোর চক্র সিন্ডিকেট একই রাতে ২ বাড়ী থেকে ৮টি গরু চুরি করে নিয়ে গেছে। ২৪ মার্চ বৃহস্পতিবার রাত অনুমান আড়াইটা’য় জালালাবাদ ইউনিয়নের মোহনভিলা গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থরা হলেন, উল্লেখিত গ্রামের মৃত হেদায়ত আলীর পুত্র জেবর মুল্লুক (৬০)। তিনি জানান, চক্রটি বসত ঘরের প্রধান ফটকের তালা কেটে গোয়াল ঘর থেকে বাচ্ছাসহ দু’টি গাভী এবং একটি বকনা বাছুর মোট ৫ টি গরু নিয়ে যায়। যার আনুমানিক মূল্য দেড় লক্ষাধিক টাকা। অপর ক্ষতিগ্রস্থ ব্যক্তি হলেন জেবর মুল্লুকের প্রতিবেশী ও একই এলাকার মৃত ফয়েজুর রহমানের পুত্র হাজী আবদু শুক্কুর (৪৮)। তার নিকট হতে বাচ্ছাসহ ২ টি গাভী এবং একটি ষাড় মিলে মোট ৩ টি গরু নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা।
ক্ষতিগ্রস্থরা জানান, চোরের দল গরুগুলো ডাম্পারযোগে নিয়ে যায়। তাদের দাবী, দীর্ঘদিন ধরে বৃহত্তর ঈদগাঁওতে একটি গরুচোর সিন্ডিকেট চক্র সক্রিয় রয়েছে। ইতিপূর্বেও চক্রটি জালালাবাদসহ পার্শ্ববর্তী ইউনিয়নগুলো থেকে বিভিন্ন সময়ে প্রায় শতাধিক গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পোকখালীতে গেল বছর পোকখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে জনসচেতনতামূলক সভাও অনুষ্ঠিত হয় যেখানে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই সভার পর এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে কিছুদিন পর্যন্ত বৃহত্তর ঈদগাঁওতে গরু চুরি একপ্রকার বন্ধ থাকলেও সুযোগ বুঝে চক্রটি আবারও গরু চুরির ঘটনা ঘটায়। বর্তমানে এলাকার গরুর মালিকগন চরম আতংকে দিনাতিপাত করছেন। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মিনহাজ মাহমুদ ভূঁইয়া গরু চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
পাঠকের মতামত: