ঢাকা,মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

ঈদগাঁওতে অসহনীয় যানজট : জনভোগান্তি চরমে

এম আবুহেনা সাগর, নিজস্ব প্রতিবেদক ::  সদরের ব্যস্তবহুল বাণিজ্যিক উপশহর ঈদগাঁও বাজারসহ বাস ষ্টেশনস্থ মহাসড়ক জুড়েই অসহনীয় যানজট এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এতে বিপাকে পড়েছে সাধারন লোকজন। যানবাহনের চালকরা এই সুযোগকে কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠে। যার কারনে হিমশিম খাচ্ছে যাত্রী সাধারন।

চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ষ্টেশনে প্রায়শ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তীব্র যানজটের চিত্র চোখে পড়ে। দুদিকে ছোট বড় অসংখ্য যানবাহন চলাচল করছে। মহাসড়কে ছোট ছোট যানবাহন চলাচল করার কারনে যানজট সৃষ্টি হচ্ছে এমন অভিযোগ করেন পথ চারীরা। মহাসড়ক জুড়েই দুরপাল্লার যানবাহনের পাশাপাশি তিন চাকার গাড়ী গ্রামীন সড়ক পেরিয়ে মহাসড়কে বেপরোয়া গতিতে চালনার ফলে এহেন অবস্থার সৃষ্টি বলে জানান সাধারন মানুষ। বাসষ্টেশনের দুপাশ জুড়েই নানা যানবাহন সারিবদ্ব ভাবে থাকায় অন্য গাড়ী চলাচল করতে নানা ভাবে হিমশিম খাচ্ছে।

সাম্প্রতিক সময়ে যত্রতত্র স্থানে বাড়ছে যানজট। রিক্সার পাশাপাশি যন্ত্রচালিত এসব লাইসেন্সবিহীন তিন চাকার যানবাহনও চলছে সমানতালে। তাতে আবার অদক্ষও আনাড়ী চালক। নীতিমালার সীমা বদ্ধতার অজুহাতে এগুলো নিয়ন্ত্রণের দায়দায়িত্ব নিতে চায়না সংশ্লিষ্টরা। কোন রকম ভয়,দ্বিধা-দ্বন্ধ ছাড়া রাস্তায় দূরন্ত বেগে ছুটে যাওয়া ব্যাটারী চালিত যানবাহনে বেড়ে চলছে প্রায়শ  দূর্ঘটনা। এসব ব্যাটারী চালিত গাড়ী ব্যস্ত সড়কে চলে অনেকটা দূর্ঘটনার ঝুঁকি নিয়ে।

বিদ্যুৎ চালিত অটো রিক্সার পাল যেন বৃহত্তর এলাকার প্রত্যান্ত গ্রামাঞ্চলের আনাছে কানাছে। বাজারের যত্রতত্র স্থানে এসব যানবাহনের কারনে একের পর এক যানজট লেগেই থাকে। যাতে করে অসহায় লোকজনের দুর্ভোগ আর দূর্গতি যেন রক্ষা পাচ্ছেনা কোনভাবেই। সাধারণ লোকজন জানান,ছোট ছোট যানবাহনের কারনে যানজট সৃষ্টি হওয়ায় সড়ক উপসড়ক বা বাজারে পায়ে হেটে চলাচল অনেকটা দায় হয়ে পড়ে। ঈদগাঁওতে অনুমোদনবিহীন তিনচাকার গাড়ী মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় যানজটের নাকালে অতিষ্ট সর্বশ্রনী পেশার মানুষ।

পাঠকের মতামত: