ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ঈদগাঁওতে অপহরণের ৪০দিন পর কৃষক উদ্ধার

mail.google.comমোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ::

কক্সবাজার সদরের ঈদগাঁওতে অপহরণের ৪০দিন পর হাত-পা বাঁধা অবস্থায় এক কৃষককে উদ্ধার করেছে এলাকাবাসী। ২ মার্চ বুধবার সকাল ৭টার সময় ইউনিয়নের ভোমরিয়াঘোনা প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। খবর পেয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে অপহৃত কৃষক মোহাম্মদ হানিফ একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগে জানা যায়, বিগত ২১ জানুয়ারী রাত ২টার সময় তার নিজ বাড়ী থেকে পুলিশ পরিচয় দিয়ে ৭/৮ জনের সংঘবদ্ধ অপহরণকারী চক্র হাত-পা বন্ধ করে গহীন জঙ্গলের দিকে নিয়ে যায়। সংঘটিত ঘটনায় অপহৃত মোহাম্মদ হানিফের স্ত্রী ছফুরা বেগম বাদী হয়ে একই এলাকার আবদুল আজিজের পুত্র আবুল কাশেম(৪০), ছৈয়দ আকবর(৩৫), আবু শামা(৪৫), ছৈয়দ আহমদের পুত্র জসিম উদ্দীন(৩৫), সাহাব উদ্দীন(৩২)কে আসামী করে সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ প্রশাসন তাকে উদ্ধারে তৎপর হয়ে উঠে। অপহরণকারী চক্র বিষয়টি আঁচ করতে পেরে দীর্ঘ ৪০দিন পর হাত-পা বেঁধে ভোমরিয়াঘোনা প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী স্কুল ছাত্র-ছাত্রীরা তাকে দেখে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে হাত-পা খুলে তাৎক্ষনিক তাকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মামলার বাদী ছফুরা বেগম জানায়, অপহরণের পর মামলা দায়ের হলে অভিযুক্তরা প্রতিনিয়ত হুমকি-ধমকি দিয়ে মামলা তুলে নেওয়ার চাপ প্রয়োগ করত। পুলিশের তৎপরতার কারণে দুর্বৃত্তরা তাকে ফেলে চলে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম জানান, প্রয়োজনীয় কাগজপত্র হাতে পাওয়ার পর দফায় দফায় রূদ্ধশ্বাস অভিযান চালানো হয়েছে।

পাঠকের মতামত: