ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ইসলামাবাদ ও ভারুয়াখালীতে জুয়ার আসরকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

Juya-570x330-152x102শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :::

কক্সবাজার সদরের ইসলামাবাদ ও ভারুয়াখালীতে বৈশাখী মেলার নামে জমজমাট জুয়ার আসরকে কেন্দ্র করে আয়োজক ও এলাকাবাসী মুখোমুখি অবস্থান নিয়েছে। যেকোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষসহ বড় ধরণের সংঘাতের আশঙ্কা করেছে স্থানীয়রা। এলাকাবাসী আইন-শৃঙ্খলা অবনতিশীল এ আসর বন্ধ করে দিতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছে। সরেজমিনে জানা যায়, ইসলামাবাদ পশ্চিম টেকপাড়া এলাকায় জনৈক নুরুচ্ছফা নামের এক ব্যক্তির উদ্যোগে ৩দিন ব্যাপী বৈশাখী মেলার নামে জুয়ার আসর চলে আসছে। জুমার দিনও এ মেলার নামে জুয়ার আসর চলতে থাকলে বড় ধরণের সংঘাত হতে পারে। অপরদিকে ভারুয়াখালী ইউনিয়নের ননামিয়া পাড়া নামক স্থানে জুমাবার ২২ এপ্রিল থেকে ২দিন ব্যাপী শুরু হতে যাওয়া বৈশাখী মেলার নামে জুয়া ও নগ্ন নৃত্যের আসরকে কেন্দ্র করে দু’পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। স্থানীয় এলাকাবাসী মুরব্বীদের নেতৃত্বে এ আসর বন্ধ করার জন্য এলাকার সচেতন ব্যক্তিদের উদ্যোগে দফায় দফায় বৈঠক করছে। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে চিহ্নিত একটি চক্র বৈশাখী মেলার নামে জুয়া ও নগ্ন নৃত্যের আসর চালাতে ইতিমধ্যে সমস্ত প্রস্তুতিও প্রচারণা সম্পন্ন করেছে। এলাকার সাধারণ জনগণ জানান, এ আসর শুরু করতে ইতিমধ্যে উপজেলার দাগী অপরাধী ও খুনী মামলার আসামীদের দৈনিক মোটা অংকের বেতনে চুক্তিবদ্ধ করছে আয়োজক কমিটি। যে কোনভাবে তারা বাধাদান কারীদের রুখে দিতে সশস্ত্র প্রস্তুতি নিয়েছে বলে দাবী করছে। অপরদিকে তারাও এ আসর বন্ধ করে দিতে প্রশাসনের নিকট দাবী জানান। অন্যথায় তারা এলাকার সাধারণ জনতাকে নিয়ে আসরটি বন্ধ করে দেবে। যদি দু’পক্ষ এ অনড় অবস্থানে থাকে তাহলে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ২দিন ব্যাপী আসরকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হকের সাথে যোগাযোগ করা হলে জানান, এ আসর আয়োজনের বিষয়ে এক ব্যক্তি তাঁর সাথে যোগাযোগ করলে তিনি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের পরামর্শ দেন। তবে পরে অনুমতি নিয়েছেন কিনা এ সম্পর্কে তাকে কিছুই অবগত করেনি। এ ব্যাপারে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জুয়া খেলা ও নগ্ন নৃত্যের আসর বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিবেন বলে জানান।

পাঠকের মতামত: