ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

আলীকদমে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আলীকদমে আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করছেন ওসি কাজী রকিব উদ্দিন

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::

বান্দরবানের আলীকদমে চৈক্ষ্যং ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে ‘আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯’ এর উদ্বোধীন অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। খেলার উদ্বোধক ছিলেন আলীকদম থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী রকিব উদ্দিন। এতে প্রধান ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুরুং একাদশ বনাম ছাবের মিয়া পাড়া একাদশ অংশগ্রহণ করে। খেলার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সরব উপস্থিতি ছিল। টান টান উত্তেজনায় ৬০ মিনিটের খেলা শেষে ১-০ গোলে মুরুং একাদশ জয়লাভ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উ্িদ্দন বিএসসি, আওয়ামী লীগ নেতা ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, সাবেক ইউপি চেয়াম্যান ও আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী দুংড়ি মং মার্মা, চৈক্ষ্য ইউপি চেয়াম্যান ফেরদৌস রহমান, চৈক্ষ্যং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি উনুমং মার্মা ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার জিহাদ, সাধারণ সম্পাদক শফিউল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌরভ পাল ডালিম ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল প্রমুখ। এছাড়াও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: