ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

আবুধাবী প্রবাসী প্রজন্ম মন্ডলদের সাথে মতবিনিমকালে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার

মোহাম্মদ মামুনুর রশিদ, আবুধাবী অফিস ::  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার সংযুক্ত আরব সফর কালে মন্ডল রেনেসাঁর পথিকৃত, সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মীরকামালের ব্যাবস্থাপনায় আমিরাত প্রবাসী বাংলাদেশি ইমাম ,খতিব ওলামা মশায়েখদের মতবিনিময় সভা গর্বিত প্রজন্ম মন্ডল সংযুক্ত আরব আমিরাতের সরকারি ইমাম ও খতিব মওলানা মোহাম্মদ আলী সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরকামাল, মতবিনিময় সভা শেষে মওলানা মোহাম্মদ আলীর সরকারি বাসভবনে মন্ত্রী মহোদয়ের সাথে প্রজন্ম মন্ডলের একান্ত ঘরোয়া বৈঠক অনুষ্ঠিত হয়।  মন্ত্রী মহোদয়ের সাথে একান্ত ঘরোয়া বৈঠকে প্রজন্ম মন্ডলের মীরকামাল, মওলানা মুহাম্মদ আলী, মওলানা ফয়জুল্লাহ আনোয়ার, মামুনুর রশিদ, ফোরকান উদ্দিন, ইরফান উদ্দিন প্রমুখ অংশ গ্রহণ করেন।

বৈঠক চলাকালীন সময়ে টেলিফোন অংশ গ্রহণ করে মাননীয় মন্ত্রীর সাথে কথা বলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম বি এ। প্রজন্ম মন্ডলের পথিকৃত দাদা মীরকামালের ব্যবস্থাপনায় সংযুক্ত আরব আমিরাতের আজমানে মীরকামালের সভাপতিত্বে অপর একটি প্রবাসী ওলামা মশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানেও মাননীয় মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । প্রজন্ম মন্ডলের মওলানা আরফাত উদ্দিন, মামুন রশিদ, ইরফান উদ্দিন প্রমুখ ।

পাঠকের মতামত: