ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

আজ শহীদ দৌলত দিবস

স্টাফ রিপোর্টার, চকরিয়া ::  আজ শহীদ দৌলত দিবস। স্বৈরচার এরশাদ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছিলান শহীদ দৌলত খান।

তিনি ১৯৮৭ সালের ৫ ডিসেম্বর চকরিয়া উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচী পালনকালে পুলিশের গুলিতে নিহত হন। সেই থেকে দিনটি দৌলত দিবস হিসেবে পালন করে আসছে বিভিন্ন রাজনৈতিকদল ও ছাত্র সংগঠন গুলো। শহীদ দৌলত খান তৎকালীন চকরিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

এদিকে দৌলত দিবস উপলক্ষে নানা কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। আওয়ামীলীগ, বিভিন্ন ছাত্র সংগঠন ও শহীদ স্মৃতি সংসদ কর্মসূচী পালন করার কথা রয়েছে।

এ উপলক্ষে আজ দৌলত খানের নিজ এলাকা চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বাংলাবাজারে কবরস্থানে পুষ্পমাল্য অর্পন করা হবে। সকাল ৮টায় কালোব্যাজ ধারণ, কোরানখানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত: