ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

আইপিএলের ম্যাচ হবে বাংলাদেশে!

অনলাইন ডেস্ক ::  সামনেই ভারতের লোকসভা নির্বাচন। এর মধ্যেই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সেরা টুর্নামেন্ট আইপিএল। তবে নির্বাচনের কারণে নিরাপত্তা বিবেচনায় আইপিএলের ম্যাচ হতে পারে বাংলাদেশেও।
বাতাসে জোর গুঞ্জন, তিন ভিন্ন ভেন্যুতে ২০১৯ সালের আইপিএলের ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সূত্র এমনটিই জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় এক সংবাদ মাধ্যমকে। এর আগে ২০০৯ সালে ভারতের ১৫তম লোকসভা নির্বাচনের কারণে আইপিএল দেশ বদলে হয়েছিল দক্ষিণ আফ্রিকাতে। সেবার ভারতের লোকসভা নির্বাচন চলাকালে বেশ কিছু সহিংসতা হয়েছিল। ভারত প্যারামিলিটারি বাহিনী আইপিএলের সময় পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়েছিল। সেই কথা আমলে নিয়ে দেশান্তরী হয়েছিল আইপিএল। এবারও হতে পারে তেমন কিছুই।
গণমাধ্যমের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল-মে মাসে অনুষ্ঠেয় ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে সম্ভাব্য সহিংসতার বিষয়টি মাথায় রেখে আইপিএলের ১৪টি ম্যাচ বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দেয় ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

পাঠকের মতামত: