ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

অসাম্প্রদায়িক চেতনা ও শান্তি প্রতিষ্ঠায় বিরোধীতাকারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ  হতে হবে -রামুতে শামসুল হক টুকু

সোয়েব সাঈদ, রামু ::
বাংলাদেশ জাতীয় সংসদ ডেপুটি স্পিকার ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি বলেছেন- অসাম্প্রদায়িক চেতনা ও শান্তি প্রতিষ্ঠায় বিরোধীতাকারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শক্তি সৃষ্টি করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় শান্তিময় দেশ গঠনে সবাইকে ভ‚মিকা রাখতে হবে। তিনি বলেন- প্রয়াত সারমিত্র মহাথেরো আজীবন বিশ^ মানবতা, শান্তি প্রতিষ্টার বানী প্রচার করে গেছেন। তাঁর আদর্শ লালন করে ভবিষ্যত প্রজন্মকেও সম্প্রীতি ও মানব কল্যাণের পথে এগিয়ে যেতে হবে।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় কক্সবাজারের রামু উপজেলার উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ, বৌদ্ধ ধর্মীয় গুরু প্রয়াত সারমিত্র মহাথেরো’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রজ্ঞামিত্র বন বিহার সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন- কক্সবাজার-৩ (সদর, রামু, ঈদগাও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। প্রধান আলোচক ছিলেন- বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি- ব্যারিস্টার প্রশান্ত ভ‚ষণ বড়–য়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, বেড়া পৌরসভার মেয়র এডভোকেট আসিফ শামস রঞ্জন, রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর ভাইস চেয়ারম্যান সুপ্ত ভুষন বড়ুয়া ও প্রয়াত সারমিত্র মহাথেরো’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সভাপতি করুনাশ্রী মহাথেরো, প্রধান সম্বয়কারি তরুন বড়–য়া, সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ শীলমিত্র থেরো প্রমূখ।
সমাপনী দিনে স্মৃতিচারণ ও ধর্মসভা, আলংনৃত্য, বুদ্ধকীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি প্রজ্জ্বলন এবং সন্ধ্যায় পেটিকাবদ্ধ প্রয়াত সারমিত্র মহাথেরো’র মরদেহে অগ্নিসংযোগের মাধ্যমে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়। দুইদিন ব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন অনুষ্ঠানকে ঘিরে রামুর বিভিন্ন বৌদ্ধ বিহার ও গ্রামে গ্রামে উৎসব আমেজ বিরাজ করে।

পাঠকের মতামত: