ঢাকা,বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

অবিলম্বে পদত্যাগ করুন, অন্যথায় জনগণ টেনে-হেঁচঢ়ে গদিছাড়া করবে -আলমগীর ফরিদ

বার্তা পরিবেশক ::  জ্বালানী তেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নুরে আলম, স্বেচ্ছাসেবকদল নেতা আবদুর রহিমকে হত্যার প্রতিবাদে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচীতে জনতার ঢল নামে। জনগণ ও সাধারণ নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে উপজেলা সদর মুখরিত হয়ে ওঠে।
২৪ আগস্ট (বুধবার) বিকাল ৩টায় বড় মহেশখালীর ঐতিহ্যময় স্থান বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত খালেদা জিয়া সড়ক হতে উক্ত বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার মাঠে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিলুর রহমান মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েলের সঞ্চালনায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহেশখালী কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, রাতের আঁধারে ভোট ডাকাতির মাধ্যমে জনগণের ঘাড়ে বসে থাকা এই স্বৈরাচারি আওয়ামী বাকশালী সরকারকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখান করেছে। তাদের পতন ঘন্টা বেজে গেছে। তাই শুভ বুদ্ধির পরিচয় দিয়ে অবিলম্বে পদত্যাগ করুন। অন্যথায় জনগণ টেনে-হেঁচড়ে গদি ছাড়া করবে। জনগণের দাবি নির্দলীয়-নিরপেক্ষ সরকারব্যবস্থা পুনর্বাহাল করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলার জনগণ দুর্বার আন্দোলনের মাধ্যমে রাজপথ দখলে নিয়ে পালানোর পথটুকুও বন্ধ করে দিবে। জনগণ যে আন্দোলনের ডাক দিয়েছে তার সূচনা দীপাঞ্চল মহেশখালী থেকে শুরু হয়েছে। সমাবেশে হাজার হাজার জনতা স্বতস্ফুতভাবে অংশগ্রহণের মাধ্যমে বর্তমান সরকারকে ‘চোর চোর, ভোট চোর’ ধ্বনি দিয়ে ঘৃণা প্রকাশ করে। সাবেক এমপি আলমগীর ফরিদ দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাষ্টার আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কমিশনার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম মেম্বার, যুগ্ম-সম্পাদক শাকের আলম ফরহাদ, বিএনপি নেতা সাজেদুল হক বিএ, আলী আকবর মেম্বার, ফরিদুল আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনচার উল্লাহ বিএ, যুগ্ম-আহ্বায়ক জাহেদুল হক নাহিদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এম মোখতার আহমদ, যুগ্ম-আহ্বায়ক আবুল কাসেম। উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের যুগ্ম-াহ্বায়খ জিয়াউর রহমান ডালিম, ইমতিয়াজ হাসান, যুবদল নেতা আব্দুল মজিদ নদীম, মো. নাছির, নূর মোহাম্মদ, আব্দুল জব্বার, মো. সলিম উল্লাহ, মো. বাবুল, নুরুল আনোয়ার খোকন, সোনা মিয়া, নেজাম উদ্দিন, নুরুল কবির, ওসমান গনি, জাকারিয়া বাশী, আব্দুল গফুর, মো. সিরাজ, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহেদ হাসান জিসান, সদস্য সচিব মো. আলাউদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রুবেল, যুগ্ম-সম্পাদক শাহরুখ খান, সাংগঠনিক সম্পাদক মো. রোকন উদ্দিন, ছাত্রদল নেতা নাজমুল হাসান সজীব, সুলতান মাহমুদ ছোটন, আরাফাত উদ্দিন, মো. তাহসিন, ইকবাল হাসানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

পাঠকের মতামত: