ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

সৈকতের ঝিনুক মার্কেটে আগুন, ক্ষয়ক্ষতি কোটি টাকা

উসমান গণি, কক্সবাজার ::
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে সংলগ্ন ঝিনুক মার্কেট (ছাতা মার্কেট) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে ক্ষয়ক্ষতি কোটি টাকা হতে পারে বলে ব্যবসায়ীরা জানিয়েছে।
শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৪ জন আহত হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
ছাতা মার্কেটের হাবিবুর রহমানের দোকান থেকে অাগুনের সুত্রপাত হয় বলে নজির আহমদ নামের ক্ষতিগ্রস্ত এক দোকানদার জানান।
ঘটনার প্রায় অাধাঘন্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
ছাতা মার্কেটের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব জানান, ফায়ার সার্ভিসকে কল করলে যথাসময়ে রিসিভ না হওয়াতে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। তাছাড়া ফায়ার সার্ভিস এসেও পানি পেতে দেরি হয়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের অফিসার শাফায়াত হোসেন সাগর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই তিনটি দোকান পুড়ে গেছে।এরপরও সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি বলে জানান তিনি।

পাঠকের মতামত: