রফিক মাহমুদ, উখিয়া :
বান্দরবানেরর ঘুমধুম তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের সেনা সমাবেশে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এলাকাটিতে অতিরিক্ত সেনা মোতায়েনের পাশাপাশি সাজোয়া যান চলাচলও বৃদ্ধি করেছে মিয়ানমার।
এদিকে, সীমান্তের ওপারে বাংকার নির্মাণ করেছে মিয়ানমার সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী-বিজিপি। সেখান থেকে রাতে শূন্যরেখায় অবস্থান নেয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে গুলি ছুড়ে তারা। এতে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তুমমব্রু সীমান্ত এলাকা জুড়ে। নোম্যন্স ল্যান্ডে অাশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অভিযোগ, সীমান্তরেখা ছেড়ে যাওয়ার জন্য হুমকি মাইকিং করে প্রকাশ্যে দিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)।
এর আগে, গত ২০ ফেব্রুয়ারি দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় শূন্যরেখায় অবস্থানরত সাড়ে ৬ হাজার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হয় মিয়ানমার।
পাঠকের মতামত: