ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

শপথ নিলেন পেকুয়ার ৭ ইউপির জনপ্রতিনিধিরা

চকরিয়া রিপোর্ট : 001
কক্সবাজারের পেকুয়া উপজেলার নবনির্বাচিত ৭ ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৮ মে সকাল সাড়ে ১১ টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পেকুয়া উপজেলার ৭ ইউনিয়নের ৮৪ জন জনপ্রতিনিধিকে শপথ বাক্য পাঠ করানো হয়। প্রথমে জেলা প্রশাসক মোঃ আলী হোসেন পেকুয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান এম বাহাদুর শাহ, উজানটিয়া ইউপি চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরী, বারাবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা বদিউল আলম, মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম, রাজাখালীর ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুর, টৈইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, শিলখালীর ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হোসাইনকে শপথ বাক্য পাঠ করান। পরে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মারুফুর রশিদ খান নির্বাচিত সংরক্ষিত মহিলা মেম্বার এবং সাধারণ আসনের নির্বাচিত মেম্বারদের শপথ বাক্য পাঠ করান। পরে নির্বাচিত চেয়ারম্যানগণ জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, আজ থেকে আপনারা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, কোন দলের নন। আপনাদের কাজ করতে হবে সবার জন্য। বিশেষ করে সরকারের সুযোগ সুবিধাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া আপনাদের দায়িত্ব, বর্তমান সরকার জনগণের দৌরগোড়ায় সেবা পৌছে দিতে বন্ধ পরিকর। মানুষ যেকোন কাজে হয়রানী না হয় সেটা খুব সতর্কভাবে খেয়াল রাখতে হবে। বিশেষকরে ডিজেটাল সেন্টার বিষয়ে সবসময় প্রাধান্য দিতে হবে। একই সাথে নারী সদস্য এবং পুরুষ সদস্য সবাই মিলে একটি সুন্দর ইউনিয়ন গড়ে তুলবেন এটা আমাদের প্রত্যাশা। এতে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার স্থানিয় সরকারের উপ-পরিচালক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটিসি আবদু রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পাঠকের মতামত: