ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

লোহাগাড়ায় যুবকের লাশ উদ্ধার

 লোহাগাড়া প্রতিনিধি ::las uddar

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া চাকফিরানী দেওয়ানপাড়া এলাকায় গত ১২ই জুলাই বুধবার সকালে পুকুর থেকে আনোয়ার হোসেন (৪০) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার আবদুল মজিদের পুত্র। আনোয়ারের স্ত্রী রহিমা বেগম জানান, আগের দিন রাতে ভাত খেয়ে আনোয়ার বাড়ি থেকে চলে যান। যাবার প্রাক্কালে তাঁর স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। পরদিন ভোরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে আনোয়ারের ভাসমান লাশ দেখতে পান তার স্ত্রী। পরে বাড়ির লোকজন স্থানীয় থানায় অবহিত করেন। অপর এক সূত্রে জানা যায়, উক্ত যুবক মাদক বিক্রি ও সেবন করত। হয়তো নেশাগ্রস্ত অবস্থায় রাতের আঁধারে পুকুরে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে। তবে এ তথ্যের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। লোহাগাড়া থানার এসআই লিটন কান্তি সিংহ জানান, আমরা পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত: