ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

লামায় পিকআপ চাপায় কিশোর নিহত

লামা প্রতিনিধি ::  বান্দরবানের আলীকদম উপজেলায় গাছ বোঝাই একটি পিকআপ গাড়ী চাপায় মো. ইসমাইল হোসেন (১৩) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আলী মেম্বার পাড়ার চৌরাস্তায় এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেেন আলী মেম্বার পাড়ার বাসিন্দা ওমর ফারুকের ছেলে।

সূত্র জানায়, চৈক্ষ্যং ইউনিয়নের কলারঝিরি থেকে গাছ বোঝাই করে একটি পিকআপ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে বেপরোয়া গতিতে সদর ইউনিয়নের আমতলী পাড়ার দিকে যাওয়ার সময় আলী মেম্বার পাড়ার চৌরাস্তায় পথচারী মো. ইসমাইল হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পথচারী ইসমাইল হোসেন মারা যান। গাড়ির মালিক মোজাম্মেল হক মোজাফ্ফর নামের এক ব্যবসায়ী বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর ঘাতক চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রকিব উদ্দিন বলেন, গাড়ি চাপায় নিহত শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত: