ফারুক আহমদ, উখিয়া ::
মিয়ানমারে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন সহ ১৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে মঙ্গলবার (৩০ জানুয়ারী) কক্সবাজারের উখিয়ায় ধর্মঘট অবস্থান পালিত হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটি আয়োজিত অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন, সংগ্রাম কমিটির সদস্যসচিব পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী সহ-সভাপতি উখিয়া প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার ও মাহবুবুল আলম মাহবুব।
উখিয়া উপজেলা সদরে অনুষ্ঠিত অবস্থান ধর্মঘটে মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের কারণে স্থানীয় ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠিকে পুর্ণবাসন, শিক্ষিত বেকার যুবকদেরকে এনজিওতে চাকুরী নিশ্চিত এবং রোহিঙ্গা প্রত্যাবাসন বিরোধী কর্মকান্ডে জড়িত দেশী-বিদেশী এনজিওদের নজরদারী বৃদ্ধি এবং চিহ্নিত করণের দাবী জানান বক্তারা।
উক্ত অবস্থান ধর্মঘটে স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত: